হোম / বিজ্ঞান ও প্রযুক্তি / পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন পাবেন “ফ্রি-ওয়াইফাই” ইন্টারনেট সুবিধা!
outernet

পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন পাবেন “ফ্রি-ওয়াইফাই” ইন্টারনেট সুবিধা!

“আউটারনেট” বর্তমানে নামটা সবার কাছে অপরিচিত, কিন্তু আর কিছুদিনের ভেতরে এই নামটি’ই থাকবে সবার মুখে মুখে। অবাক হচ্ছেন? ফ্রি ওয়াইফাই তাও আবার পৃথিবীর যে কোন প্রান্তে। কিভাবে সম্ভব?

আউটারনেট এমন একটি ডিভাইস যা সরাসরি স্যাটেলাইট এর সাথে সংযুক্ত হয়ে আপনাকে দিবে ইন্টারনেট সেবা। তা সে আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন। আউটারনেট টি সাথে রাখবেন ব্যাস ইন্টারনেট আর কোন ব্যাপারই না। এটি মূলত “মডেম+রাউটারের” উন্নত সংস্করণ যা স্বয়ংক্রিয়ভাবে স্যাটেলাইটের সাথে সংযোগ স্থাপন করতে পারে। মজার ব্যাপার হলো এটি চালাতে কোন বারতি চার্জের প্রয়োজন পরে না এমকি এটি ব্যবহার করে আপনি আপনার মোবাইল ও চার্জ করে নিতে পারবেন। কারন ডিভাইসটিতে লাগানো আছে সোলার প্যানেল যা আপনার মোবাইল ফোনটিকে অনায়াসে চার্জ করে দিবে।

বর্তমানে ইউরোপের অনেক দেশে আউটারনেট সংযোগ পাওয়া যাচ্ছে। আবিষ্কারকেরা মনে করেন যে, যদি তাঁরা পর্যাপ্ত পরিমানের ফান্ডের ব্যবস্থা করতে পারে তবে ২০১৫ সাল নাগাত পুরো পৃথিবীজুড়ে ফ্রি ওয়াইফাই ইন্টারনেট সেবা দিতে পারবে। বর্তমানে প্রতি একজন “আউটারনেট” ব্যবহারকারি প্রতিদিন সর্বচ্চ ২০০এমবি পর্যন্ত ফ্রি ডাটা ব্যবহারের সুযোগ পাচ্ছে।

আউটারনেট কর্তৃপক্ষ জানিয়েছে, তারা যেহেতু স্টার্টআপ কোম্পানি তাই তাদের মূলধনের সীমাবদ্ধতা রয়েছে। তবে তারা চেষ্টা করে যাচ্ছে কিভাবে ফান্ডরাইজিং এর মাধ্যমে আরও বেশি অর্থের জোগাড় করা যায়।

একবার তাদের পর্যাপ্ত অর্থের যোগান হয়ে গেলে পুরো পৃথিবীজুড়ে তো বটেই এমনকি বর্তমানের চেয়ে কয়েকগুণ বেশি ডাটা ব্যবহারের সুবিধা পাবেন আর সাথে থাকবে ৪জি স্পীড।

এছাড়াও দেখুন

শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নিয়োগ করে প্রজ্ঞাপন

দশম জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন সংসদ সদস্য শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী পদে নিয়োগের সিদ্ধান্ত দিয়েছেন ...