হোম / জাতীয় / সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
bsf

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জ-৯ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবু জাফর শেখ মো. বজলুল হক জানান, রোববার রাত ১টার দিকে অহেদপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তরিকুল ইসলাম (৩৫) শিবগঞ্জ উপজেলার জামাইপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি গরু ব্যবসায় জড়িত ছিলেন বলে এলাকাবাসী জানিয়েছে।

তারা বলছেন, রাতে তরিকুলসহ কয়েকজন অহেদপুর বিওপির চরপাঁকা সীমান্ত পিলারের কাছ দিয়ে গরু আনতে ভারতে ঢোকেন। এ সময় মালদহ ২০ বিএসএফ ব্যাটালিনের চাঁদনীচক ক্যাম্পের জওয়ানরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।

এতে তরিকুল আহত হলে সঙ্গীরা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। রাত আড়াইটার দিকে সেখানেই তার মৃত্যু হয়। পরে শিবগঞ্জ থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক আবু জাফর রাতেই বিএসএফ ২০ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট রাজ কুমার বাতাসাকে টেলিফোন করে এ ঘটনার প্রতিবাদ জানান। বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে বলে জানান তিনি।

এছাড়াও দেখুন

শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নিয়োগ করে প্রজ্ঞাপন

দশম জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন সংসদ সদস্য শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী পদে নিয়োগের সিদ্ধান্ত দিয়েছেন ...