হোম / ফটো গ্যালারী / মেইল ব্যবহারে সাবধান!
email hacking

মেইল ব্যবহারে সাবধান!

বর্তমানে ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। আপনি ফেসবুক, টুইটার যেটাই চালান না কেন একটি মেইল অ্যাড্রেস কিন্তু লাগবেই। আবার অনেক সময় বিভিন্ন ধরনের ওয়েবসাইট ব্রাউজ করতে হলে সেখানে নিজের মেইল অ্যাড্রেস দিতে হয়।

তো সমস্যাটা কি? সমস্যাটা ঠিক সেখানেই। কারন আপনি না জেনে না বুঝে এক জায়গায় মেইল আইডি দিয়ে আসবেন, দেখবেন তারপর থেকে আপনার কাছে প্রতিনিয়ত অনাকাঙ্খিত মেইল আসা শুরু করবে। এমনকি আপনি অবাক হয়ে যাবেন কিছু মেইল দেখে। কারন আপনি তো কোনদিন সেখানে নিজের মেইল আইডি দেনই নি তবে তারা আপনার মেইল আইডি পেল কিভাবে?

সবচেয়ে ভয়ের ব্যপার হচ্ছে, বর্তমানে হ্যাকাররা আপনাকে মেইল করে প্রয়োজনীয় তথ্য চুরি করে নিবে। কিভাবে? দেখবেন অনেকসময় কিছু লোভনীয় মেইল আসে। যেমন, একটি মেইল আসলো ঠিক এমন “আপনি $১০০০০০ জিতেছেন” প্রাইজ মানি নিজের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে এই লিংকে ক্লিক করুন।

যখনি এমন কোন লিংকে আপনি ক্লিক করবেন কিংবা সেখানে গিয়ে আপনার গোগন তথ্য দিয়ে দেবেন তখনি ঘটবে বিপত্তি। হ্যাকাররা আপনার গোপন তথ্য নিয়ে নিবে। আপনি ধরতেও পারবেন না।

এমন বিপদ থেকে আপনি বাঁচবেন কিভাবে? প্রথমেই লোভনীয় মেইল দেখে লোভ সামলাতে হবে। এধরণের এবং অন্যান্ন অপরিচিত মেইল খোলা থেকে বিরত থাকতে হবে। সরাসরি এই মেইলগুলো ব্লক করে ডিলিট করে দিন যাতে একি ঠিকানা থেকে আবার মেইল না আসে।

জিমেইল ব্যবহারকারীরা নিম্নের পন্থা অনুসরণ করতে পারেন।

# প্রথমে গুগল ক্রম ব্রউজারে যেয়ে নিজের জিমেইল আইডি’তে লগইন করুন।
# এবার সার্চ করে “আগলি ইমেইল” নামের একটি এক্সটেনশন আপনার ব্রাউজারে অ্যাড করে নিন।
# এক্সটেনশনটি অ্যাড করার পরে গুগল ক্রম ব্রাউজার পুনরায় বন্ধ করে আবার চালু করুন।
# এবার নতুন করে নিজের জিমেইল ওপেন করুন।
# দেখবেন যে মেইল গুলো ক্ষতিকর বা অপ্রয়োজনীয় সেগুলোর পাশে একটি “চোখের আইকন” চলে আসবে। যেগুলোর পাশে এমন আইকন দেখতে পাবেন সেগুলো অবশ্যই ক্ষতিকর বা ট্র্যাকিং মেইল। ভালো হয় এগুলো ওপেন করা থেকে বিরত থাকুন। প্রয়োজনে মার্ক অ্যাট স্প্যাম বা ডিলিট করে দিন।

এছাড়াও দেখুন

শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নিয়োগ করে প্রজ্ঞাপন

দশম জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন সংসদ সদস্য শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী পদে নিয়োগের সিদ্ধান্ত দিয়েছেন ...