হোম / জাতীয় / খাদিজা আক্তার নার্গিস বেঁচে আছেন, তবে অবস্থা চরম সংকটাপন্ন (ভিডিও)
nargis

খাদিজা আক্তার নার্গিস বেঁচে আছেন, তবে অবস্থা চরম সংকটাপন্ন (ভিডিও)

সিলেটে ছাত্রলীগ নেতার হামলার শিকার খাদিজা আক্তার নার্গিসের অবস্থা চরম সংকটাপন্ন। রাজধানীর স্কয়ার হাসপাতালে দ্বিতীয় অস্ত্রোপচার শেষে তাকে ৭২ ঘন্টার নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তিনি এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। তবে, তার বাঁচার আশা ক্ষীণ বলে জানান, চিকিৎসকরা। এদিকে, সৌদি প্রবাসী খাদিজার বাবা, আটক বদরুলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। একই দাবিতে বিক্ষোভে উত্তাল সিলেট।

এদিকে খাদিজা হত্যাচেষ্টায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়ার পর বদরুল আলমকে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার বিকেলে সিলেটের অতিরিক্ত মহানগর হাকিম উম্মে শারাবন তাহুরার আদালতে তিনি এ স্বীকারোক্তি দেন। জবানবন্দীতে খাদিজার ওপর হামলার কথা স্বীকার করেন বদরুল। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজালাল মুন্সি জানান, ঘটনার পর গণধোলাইয়ের শিকার বদরুলকে ওসমানী হাসপাতাল থেকে থানা হাজতে নেয়া হয়। সেখানে থেকে আদালতে নেয়া হয় বদরুলকে।

ভিডিও দেখুন নিচে

বুধবার সিলেটের অতিরিক্ত চিফ মহানগর ম্যাজিস্ট্রেট উম্মে সরাবান তহুরার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে নার্গিসের ওপর হামলার পুরো বিবরণ দেয় বদরুল। বিকেল ৩ টা থেকে সাড়ে ৪ টা পর্যন্ত জবানবন্দি গ্রহণ করা হয়। আদালত জবানবন্দি নেয়ার পর তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জবানবন্দিতে বদরুল জানিয়েছে, নার্গিস স্কুলে পড়ার সময় সে তাদের আউশা গ্রামের বাড়িতে লজিং থেকেছে। ওই সময় নার্গিসকে কিছুদিন পড়িয়েছেও। তখনই সে তাকে প্রেমের প্রস্তাব দিয়েছিল। বিষয়টি জানাজানি হলে বদরুলকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়া হয়।

বদরুল জানান, নার্গিসকে প্রেমের প্রস্তাব দিলেও তার কাছ থেকে কোনও সাড়া পায়নি সে। এভাবে অনেকবার চেষ্টা করেও ব্যর্থ হয়ে তাকে হত্যার উদ্দেশ্যে সে নগরীর আম্বরখানা থেকে আড়াইশ’টাকা দিয়ে চাপাতি কেনে।

‘সোমবার নার্গিসের সঙ্গে শেষ বোঝাপড়া করতে এমসি কলেজের ক্যাম্পাসে গিয়েছিলাম। সেদিনও মুখোমুখি হতে চাইলে সে এড়িয়ে যায়। এরপর রাগ করে কোমরে থাকা চাপাতি দিয়ে বান্ধবীদের সামনেই নার্গিসকে কোপাতে থাকি।’

আদালতে জবানবন্দিতে এভাবেই নৃশংসতার বর্ণনা দিলো নার্গিসের ওপর হামলাকারী ছাত্রলীগ নেতা বদরুল।

ভিডিও

এছাড়াও দেখুন

শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নিয়োগ করে প্রজ্ঞাপন

দশম জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন সংসদ সদস্য শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী পদে নিয়োগের সিদ্ধান্ত দিয়েছেন ...