হোম / জাতীয় / গুলশানে জিম্মি সংকট নিরসনে আত্মসমর্পণের আহ্বান যৌথ বাহিনীর, জঙ্গিদের তিন শর্ত !
gulshan attack

গুলশানে জিম্মি সংকট নিরসনে আত্মসমর্পণের আহ্বান যৌথ বাহিনীর, জঙ্গিদের তিন শর্ত !

রাজধানীর গুলশানের রেস্টুরেন্টে জিম্মি সংকটের অবসান ঘটাতে জঙ্গিদের আত্মসমর্পণের আহ্বান জানাচ্ছে যৌথ বাহিনী। এই বাহিনীতে সেনা কমান্ডো, নৌ কমান্ডো, র‌্যাব, পুলিশ ও বিডিআর সদস্যরা রয়েছেন। তারা হ্যান্ড মাইকে বারবার জিম্মিদের ছেড়ে দিয়ে জঙ্গিদের আত্মসমর্পণের আহ্বান জানাচ্ছেন।

জবাবে জঙ্গিরা আত্মসমর্পণের তিনটি শর্ত দিয়েছে বলে তথ্য জানা গেছে। শর্ত তিনটি হলো-

১. ডেমরা থেকে আটক জেএমবি নেতা খালেদ সাইফুল্লাহকে মুক্তি দিতে হবে।
২. তাদেরকে নিরাপদে বের হয়ে যেতে দিতে হবে।
৩. ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য তাদের এই অভিযানকে স্বীকৃতি দিতে হবে।

প্রত্যক্ষদর্শী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানান, জঙ্গিরা বার বার রেস্টুরেন্টের ভেতর থেকে চিৎকার করে তাদের শর্তের কথা জানাচ্ছে।

ভিডিও দেখুন নিচে

এর আগে রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারি নামের রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনার একজন প্রত্যক্ষদর্শী বলেন, গুলি করতে করতে দুজন রেস্তোরাঁয় ঢুকে। প্রত্যক্ষদর্শী এবং ওই রেস্তোরাঁর ফুড অ্যান্ড বেভারেজ শাখার কর্মকর্তা সুমন রেজা হামলার সময় রেস্তোরাঁর দোতলায় ছিলেন। তিনি বলেন, নিচতলা দিয়ে গুলি করতে করতে দুজন রেস্তোরাঁয় ঢুকে। তখন তারা ‘আল্লাহু আকবর’ বলতে থাকেন। এরপর আরও ৭-৮ জন অতর্কিত রেস্তোরাঁয় ঢুকে। তারা সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। তাদের একজনের হাতে ছিল তলোয়ার, বাকিদের কাছে ছিল আগ্নেয়াস্ত্র। এ সময় ওরা কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটায় বলেও জানান সুমন।

তিনি বলেন, ভেতরে জিম্মি অবস্থায় অন্তত ২০ জন বিদেশি নাগরিকসহ আরও কিছু বাংলাদেশি আছেন। ভেতরে থাকা আমাদের কর্মীরাও আছে। আমাদের স্টাফদের মধ্যেও আর্জেন্টাইন একজন কর্মীও ভেতরে আছেন।’

ভিডিও

এছাড়াও দেখুন

শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নিয়োগ করে প্রজ্ঞাপন

দশম জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন সংসদ সদস্য শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী পদে নিয়োগের সিদ্ধান্ত দিয়েছেন ...