হোম / খেলাধুলা / বিশ্বকাপ শিরোপা দিয়ে ভেট্টরিকে বিদায় জানাতে চায় ম্যাককালাম
mccullum vettori

বিশ্বকাপ শিরোপা দিয়ে ভেট্টরিকে বিদায় জানাতে চায় ম্যাককালাম

ড্যানিয়েল ভেট্টরি সম্ভবত নিজ মাঠে তার শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেলেছেন স্বীকার করে বুধবার ব্রেন্ডন ম্যাককালাম বলেছেন, বিশ্বকাপ শিরোপা জয়ের মাধ্যমে বর্ষীয়ান এ তারকাকে (ভেট্টরি) বিদায় জানাতে চায় নিউজিল্যান্ড।

মঙ্গলবার অকল্যান্ডের ইডেন পার্কে অনুষ্ঠিত সেমিফাইনালে এক বল বাকি থাকতে নাটকীয়ভাবে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনালের টিকেট পায় নিউজিল্যান্ড। এ সময় ব্যাট হাতে মাঠে ছিলেন ভেট্টরি।

চার উইকেটে জয় পাওয়া এ ম্যাচে শেষ মুহুর্তে গুরুত্বপুর্ন একটি বাউন্ডারি হাকানো ৩৬ বছর বয়সী ভেট্টরি নিজের ভবিষ্যত পরিকল্পনা নিয়ে চিন্তা করছেন। তবে ম্যাককালাম বলেন, ‘খুব সম্ভবত নিউজিল্যান্ডের মাটিতে এটাই ছিল তার শেষ আন্তর্জাতিক ম্যাচ।’

সাংবাদিকদের ম্যাককালাম বলেন, ‘গত রাতে শেষ বার এখানে তার সঙ্গে মাঠে নামা, যে স্মৃতি তিনি কখনোই ভুলবেন না।’
‘আমাদের আর মাত্র একটি ম্যাচে জয় পেতে হবে, আশা করছি আরো বড়ভাবে আমরা তাকে বিদায় দিতে পারব এবং এরপর বিয়ারে চুমুক দিতে সক্ষম হবো।’

ব্ল্যাক ক্যাপস অধিনায়ক বলেন, টুর্নামেন্টের শুরুতে এক দিনের ক্রিকেটে নিজের তিনশতম উইকেট শিকার করা ভেট্টরি এখনো তার পিঠের সমস্যায় ভুগছেন যে কারণে তার ক্যারিয়ার প্রায় শেষ হয়ে গেছে।

ম্যাককালাম বলেন, ‘তিনি তার ইনজুরিকে পাশে রেখে অনেক ক্রিকেট খেলেছেন।’ ‘জনগণ হয়তোবা অনুভব করতে পারেনি। তবে তিনি সেগুলোকে কিছুটা কাটিয়ে উঠে খেলা অব্যাহত রেখেছেন এবং নিউজিল্যান্ডের প্রতিনিধিত্ব করেছেন। তিনি একজন কঠিন মানসিকতাসম্পন্ন ব্যক্তি এবং নিউজিল্যান্ডের অবিশ্বাস্য একজন সেবক।’

ম্যাককালাম বলেন, ছয় বারের পর সপ্তম বার সেমিফাইনালে জয় পাওয়াটাকে এখনো ‘বিশেষ’ কিছু মনে করছেন তিনি এবং এখনো ফাইনাল নিয়ে ভাবছেন না।

তিনি বলেন, ‘আগামী দুই দিন আমরা ফাইনাল নিয়ে চিন্তা করবো এবং আজ কেবলই তাদেরকে (দ: আফ্রিকাকে) পরাজিত করার বিষয়।’ ‘আপনি যখন আমাদের মত বিশেষ কিছু অর্জন করবেন, আপনি এত তাড়াতাড়ি মাঠে নামার কথা চিন্তা করবেন না। আপনাকে কেবলই আপনার সাফল্য উপভোগ করতে হবে।’

গত বছর টেস্ট ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি হাঁকানো নিউজিল্যান্ড অধিনায়ক বলেন, ছক্কা হাঁকিয়ে গ্রান্ট ইলিয়ট কিউইদের ফাইনালে তুলে দেয়ার মুহূর্তটি ছিল তার ক্যারিয়ারের সেরা মুহূর্ত। তিনি বলেন,‘ নি:সন্দেহে এটা ছিল আমার সেরা মুহূর্ত।’

আগামীকাল দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। এ ম্যাচে বিজয়ীদের বিপক্ষে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে রোববার ফাইনাল খেলবে নিউজিল্যান্ড।

এছাড়াও দেখুন

শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নিয়োগ করে প্রজ্ঞাপন

দশম জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন সংসদ সদস্য শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী পদে নিয়োগের সিদ্ধান্ত দিয়েছেন ...