হোম / জাতীয় / ঈদযাত্রায় ১২ দিনে দুর্ঘটনায় প্রাণ গেলো ২৬৫ জনের (ভিডিও)
accident

ঈদযাত্রায় ১২ দিনে দুর্ঘটনায় প্রাণ গেলো ২৬৫ জনের (ভিডিও)

ঈদুল আজহায় সারাদেশে সড়ক, রেল ও নৌপথে ২১০টি দুর্ঘটনায় ২৬৫ জন নিহত ও এক হাজার ১৭৬ জন আহত হয়েছে। এরমধ্যে সড়ক পথে ১৯৩ টি দুর্ঘটনায় নিহতের সংখ্যা ২৪৮, আহত ১০৫৬ জন।

বুধবার বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি কর্তৃক প্রকাশিত এক পর্যবেক্ষণ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে সমিতির মহাসচিব মোজাম্মেলক হক চৌধুরী জানান, গত ৭ সেপ্টেম্বর ঈদযাত্রা শুরুর দিন থেকে ১৮ সেপ্টেম্বর কর্মস্থলে ফেরা পর্যন্ত ১২ দিনে ঘটে যাওয়া দুর্ঘটনার উপর এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।

ভিডিও দেখুন নিচে

সমিতির হিসাবে ঈদযাত্রায় ৮টি নৌ-দুর্ঘটনায় ১০ জন নিহত ও ৩০ জন আহত এবং রেলে কাটা পড়ে সাত জন নিহত ও চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে ৫০ জন আহত হয়েছেন। ৭৭টি মুখোমুখি সংঘর্ষে ১১২ জন নিহত ও ৫৫৭ জন আহত হয়েছে। বাস চাপায় ২৯ জন নিহত, ২০ জন আহত এবং যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ার ২০টি ঘটনায় ৩৪ জন নিহত ও ২৬৪ জন আহত হয়।

দুর্ঘটনারোধে বেশকিছু সুপারিশও করেছে সমিতি। এর মধ্যে রয়েছে – মহাসড়কে দ্রুতগতি ও ধীরগতির যানবাহনের জন্য আলাদা লেন করা, রোড ডিভাইডার তৈরি, রোড সেফটি অডিট নিয়মিত করা, দুর্ঘটনা তদন্তে পুলিশের পৃথক ইউনিট করা।

 

তারিখ দুর্ঘটনার সংখ্যা আহত নিহত
০৭ সেপ্টেম্বর ১৬ ২৪ ২১
০৮ সেপ্টেম্বর ১২ ৩২ ১২
০৯ সেপ্টেম্বর ১৪ ১৮৫ ১৩
১০ সেপ্টেম্বর ১৫ ৫৪ ২৮
১১ সেপ্টেম্বর ২০ ১৭৬ ১৮
১২ সেপ্টেম্বর ১৩ ৫৪ ২৩
১৩ সেপ্টেম্বর ১০ ২১ ১২
১৪ সেপ্টেম্বর ২৭ ১৬৪ ২৯
১৫ সেপ্টেম্বর ১৩ ৮৭ ১৩
১৬ সেপ্টেম্বর ১৩ ৮৭ ১৩
১৭ সেপ্টেম্বর ২৯ ১০৪ ৩৭
১৮ সেপ্টেম্বর ১৮ ৯২ ২৪

সংবাদ সম্মেলনে অণ্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক কাজী মো. সাইফুন নেওয়াজ, সড়ক পরিবহন মালিক সমিতির কার্যকরী সভাপতি রুস্তম আলী, ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের যুগ্ম-মহাসচিব গনি মিয়া বাবুল।

এর আগে গত ১৮ তারিখ রোববার, নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটির পক্ষ থেকে করা এক তাৎক্ষণিক জরিপে জানোনো হয়, সারা দেশে সড়ক দুর্ঘটনায় ১০৩ জন নিহত ও ৪২৪ জন আহত হয়েছে। নিহতের তালিকায় ৯ জন নারী ও ১৩টি শিশু রয়েছে।

ভিডিও

এছাড়াও দেখুন

শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নিয়োগ করে প্রজ্ঞাপন

দশম জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন সংসদ সদস্য শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী পদে নিয়োগের সিদ্ধান্ত দিয়েছেন ...