হোম / বিজ্ঞান ও প্রযুক্তি / সংগ্রহে রাখুন বিশ্বের ১৩০টি বিমানবন্দরের Wi-Fi পাসওয়ার্ড
airport wif -pass

সংগ্রহে রাখুন বিশ্বের ১৩০টি বিমানবন্দরের Wi-Fi পাসওয়ার্ড

আপনি কোন দেশে ভ্রমণ করছেন। কোন বিমান বন্দরে এসে আপনার মোবাইল ফোনটি বা ল্যাপটপটি ব্যবহার করার প্রয়োজন হলো। চাচ্ছেন একটু ইন্টারনেট ব্যাবহার করতে। কারো সাথে যোগাযোগ বা ফেসবুকে একটা ষ্টেটাস দিতে। কিন্তু তার জন্য তো চাই Wi-Fi সংযোগ। বিমান বন্দরে Wi-Fi আছে কিনা বা তার পাসওয়ার্ড কি আপনি কিছুই জানেন না। কি করবেন তখন?

কিনো চিন্তা নেই! আপনি যে বিমান বন্দরে যাচ্ছেন সেখানে যাবার আগেই খুব সহজে দেখে নিন ঐ বিমান বন্দরের Wi-Fi এর নাম ও পাসওয়ার্ড। এর জন্য কারো সাহায্যিনিতে হবে না আপনাকে।

ম্যাপটি দেখুন নিচে

বিশ্বের ১৩০টি আন্তর্জাতিক বিমানবন্দরের Wi-Fi পাসওয়ার্ড একটি মাত্র মানচিত্রে। আলাদা করে প্রত্যেকটি বিমানবন্দরের পাসওয়ার্ড লিখে রাখার প্রয়োজন নেই। একটি মানচিত্র আপনার কাছে থাকলেই বিমানবন্দরে Wi-Fi সংযোগ ও পাসওয়ার্ড ব্যবহার করে ইন্টারনেট ব্যাবহার করা যাবে খুব সহজ ভাবেই।

এই মানচিত্রটি তৈরী করেছেন একজন কম্পিউটার সিকিউরিটি ইঞ্জিনিয়ার। ইন্টারেক্টিভ ম্যাপে এক একটি করে বিমানবন্দরের ওপর ক্লিক করলেই উইন্ডোর বা দিকে ওই বিমানবন্দরের Wi-Fi পাসওয়ার্ড পাওয়া যাবে। আগামী দিনে এই মানচিত্রে আরও অনেক বিমানবন্দরের আপডেট দেওয়া হবে বলেই কম্পিউটার সিকিউরিটি ইঞ্জিনিয়ার এবং ট্রাভেল ব্লগার অনীল পোলাত।

যারা নিয়মিত বিভিন্ন দেশে ভ্রমণ করেন তাদের জন্য এই ম্যাপটি অত্যন্ত গুরুত্ত্বপূর্ণ। খুব সহজেই জেনে নিতে পারবেন আপনার কাঙ্খিত Wi-Fi পাসওয়ার্ড। চালিয়ে যেতে পারবেন ফেসবুকিং কিংবা ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ।

Wi-Fi ম্যাপ

এছাড়াও দেখুন

শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নিয়োগ করে প্রজ্ঞাপন

দশম জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন সংসদ সদস্য শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী পদে নিয়োগের সিদ্ধান্ত দিয়েছেন ...