হোম / আন্তর্জাতিক / হোয়াইট হাউসে ওবামা ও হিলারি ক্লিনটনের সাক্ষাত
Hillary Obama

হোয়াইট হাউসে ওবামা ও হিলারি ক্লিনটনের সাক্ষাত

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সোমবার হোয়াইট হাউসে তার সাবেক পররাষ্ট্র মন্ত্রী হিলারি ক্লিনটনের সঙ্গে আলাপ-আলোচনা করেন। তাদের এ বৈঠকের কথা আগে প্রকাশ করা হয়নি।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জোশ আর্নেস্ট বলেন, ‘প্রেসিডেন্ট ওবামা ও হিলারি ক্লিনটন আজ বিকেলে হোয়াইট হাউসে প্রায় ঘন্টাব্যাপী বিভিন্ন বিষয় নিয়ে একান্তে আলাপ-আলোচনা করেন।’

হিলারি ক্লিনটন লেবার নেতাদের সঙ্গে উপস্থিত থাকার জন্য ওয়াশিংটনে রয়েছেন। ২০১৬ সালের নির্বাচনে ওবামার পরিবর্তে ডেমোক্রেটিক পার্টিকে নেতৃত্ব দেয়ার ক্ষেত্রে তিনি সবচেয়ে চেয়ে এগিয়ে রয়েছেন।

হোয়াইট হাউস দখলের লড়াইয়ে হিলারি ক্লিনটন আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরুর ঘোষণা দেয়ার আগে তার এক গুরুত্বপূর্ণ ভাষণে অর্থনৈতিক অসমতার বিরুদ্ধে তিনি সর্বসম্মতভাবে প্রচেষ্টা চালানোর আহবান জানান।

হিলারি ক্লিনটন ওবামার পররাষ্ট্র মন্ত্রী থাকাকালে সরকারি কাজে সরকারি ই-মেইল একাউন্ট ব্যবহার না করে ব্যক্তিগত একাউন্ট ব্যবহারের কথা প্রকাশ হওয়ায় তাকে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়।

এছাড়াও দেখুন

শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নিয়োগ করে প্রজ্ঞাপন

দশম জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন সংসদ সদস্য শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী পদে নিয়োগের সিদ্ধান্ত দিয়েছেন ...