হোম / জাতীয় / আগামীকাল রোববার আঘাত হানবে ঘূর্ণিঝড় ‘নাদা’
cyclone-nada

আগামীকাল রোববার আঘাত হানবে ঘূর্ণিঝড় ‘নাদা’

ঘূর্ণিঝড় ‘কায়ান্টের’ রেশ শেষ হতে না হতেই এবার ধেয়ে আসছে ‘নাদা’। এর প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল রয়েছে এবং দেশের বিভিন্ন অংশে বৃষ্টি হচ্ছে।

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড় নাদায় রূপ নিচ্ছে। নাদা আরবি শব্দ। এর অর্থ শিশির। নাদা ভারত হয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে। আগামীকাল রোববার প্রায় ৬০ কিলোমিটার গতিবেগে বাংলাদেশের মধ্য উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়তে পারে এটি।

আবহাওয়াবিদ রাশেদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। সাগর উত্তাল থাকায় উপকূলে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেয়া হয়েছে বলেও জানান তিনি।

রাশেদুজ্জামান জানান, গভীর নিম্নচাপটি আজ শনিবার দুপুর ১২টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৬৩০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৫৯৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে ৫০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৪৯৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।

এটি আরো ঘণীভূত হয়ে উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে রোববার সকাল নাগাদ বরিশাল-চট্টগ্রাম উপকূল অতিক্রম করতে পারে।

আবহাওয়া অফিসের বুলেটিনে জানানো হয়েছে, নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর খুবই উত্তাল।

চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এছাড়াও দেখুন

শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নিয়োগ করে প্রজ্ঞাপন

দশম জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন সংসদ সদস্য শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী পদে নিয়োগের সিদ্ধান্ত দিয়েছেন ...