হোম / ফটো গ্যালারী / প্রধানমন্ত্রীর কোলে রেলমন্ত্রীর কন্যা
rail minister

প্রধানমন্ত্রীর কোলে রেলমন্ত্রীর কন্যা

সম্প্রতি সোশাল মিডিয়াগুলোতে আলোড়ন সৃষ্টি করেছে প্রধানমন্ত্রীর কোলে রেলমন্ত্রী মুজিবুল হকের কন্যার একটি ছবি। সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিটিতে দেখা যাচ্ছে, মুজিবুল হকের কন্যা প্রধানমন্ত্রীর কোলে খেলা করছে।

এসময় প্রধানমন্ত্রীর ডানে দাঁড়িয়ে ছিলেন মুজিবুল হকের স্ত্রী হনুফা আক্তার রিক্তা ও বামে ছিলেন রেলমন্ত্রী মুজিবুল হক। ছবিটি কখন তোলা হয়েছে সে ব্যাপারে কিছু জানা যায়নি।

রাজধানীর স্কয়ার হাসপাতালে রেলমন্ত্রীর স্ত্রী

হনুফা আক্তার রিক্তা কন্যাসন্তানের জন্ম দেন। কন্যাকে নিয়ে রেলমন্ত্রী তখন বলেছিলেন, ‘আল্লাহর রহমতে মেয়েসন্তানের বাবা হয়েছি, সবার দোয়া চাই। ধর্মীয় রীতি অনুযায়ী মিলাদ দিয়ে মেয়ের নাম রাখব। ’

সে সময়কার এক বৈঠকের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেলমন্ত্রীর কাছে জানতে চেয়েছিলেন, নবজাতকের নাম রাখা হয়েছে কি না। জবাবে রেলমন্ত্রী বলেন, ‘এটা আপনার জন্য রেখে দিয়েছি। ’ প্রধানমন্ত্রী তখন বলেন, ‘নাম রাখার দায়িত্বটা মা–বাবার। ’

এদিকে ২০১৪ সালের ৩১ অক্টোবর রেলমন্ত্রী মুজিবুল হক ৬৭ বছর বয়সে কুমিল্লার চান্দিনা উপজেলার গল্লাই ইউনিয়নের মীরাখলা গ্রামের ৩২ বছর বয়সী হনুফা আক্তারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ৬৭ বছরে চিরকুমার থেকে মুজিবুল হকের বিয়ের বিষয়টি ওই সময় বেশ আলোচিত ছিল।

এছাড়াও দেখুন

শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নিয়োগ করে প্রজ্ঞাপন

দশম জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন সংসদ সদস্য শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী পদে নিয়োগের সিদ্ধান্ত দিয়েছেন ...