হোম / আন্তর্জাতিক / যুক্তরাজ্যে আজ সাধারণ নির্বাচন, ভোটের লড়াইয়ে ১১ বাঙালি
uk election

যুক্তরাজ্যে আজ সাধারণ নির্বাচন, ভোটের লড়াইয়ে ১১ বাঙালি

২০১০ সালের নির্বাচনে জয়ী হয়ে প্রথম বাংলাদেশি হিসেবে ব্রিটিশ পার্লামেন্টে গিয়েছিলেন রুশনারা আলী। এবার সে লড়াইয়ে যোগ হয়েছেন আরো ১০ বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক।

এদরে মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক প্রার্থী হয়েছেন প্রধান বিরোধী দল লেবার পার্টি থেকে সাতজন। এছাড়া লিবারেল ডেমোক্র্যাট থেকে তিনজন এবং ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি থেকে একজন ব্রিটিশ বাংলাদেশি বৃহস্পতিবারের ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বর্তমান এমপি রশনারা আলী লন্ডনের বেথনাল গ্রিন অ্যান্ড বো আসন থেকে, টিউলিপ হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন, রুপা হক ইলিং সেন্ট্রাল, মেরিনা আহমদ বেকেনহ্যাম, আনওয়ার ওয়েলউইন অ্যান্ড হাটফিলড, আখলাকুল রায়গেইট অ্যান্ড বানস্টেড ও হোসাইন নর্থ ইস্ট হ্যাম্পশায়ার আসন থেকে লড়ছেন।

ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি থেকে লন্ডনের বার্কিং অ্যান্ড ডেগেনহ্যাম আসন থেকে প্রার্থী হয়েছেন মিনা রহমান এবং লিবডেম থেকে নর্দাম্পটন সাউথ আসনে প্রিন্স সাদিক চৌধুরী, লুটন সাউথ থেকে আশুক আহমদ এবং ওয়লেসের আর্ফন থেকে মোহাম্মদ সুলতান প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ব্রিটিশ বাংলাদেশিদের মধ্যে অধিকাংশই লন্ডনের বিভিন্ন আসন থেকে মনোনয়ন পেয়েছেন। লন্ডনের তিনটি গুরুত্বপূর্ণ আসনে লেবার দলীয় তিন নারী প্রার্থী রুশনারা, টিউলিপ ও রুপা হক শুধু বাঙালি কম্যুনিটিতে নয়, মূলধারার সংবাদমাধ্যমগুলোর আলোচনার কেন্দ্রেও ছিলেন গত এক মাসজুড়ে।

এছাড়াও দেখুন

শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নিয়োগ করে প্রজ্ঞাপন

দশম জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন সংসদ সদস্য শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী পদে নিয়োগের সিদ্ধান্ত দিয়েছেন ...