হোম / টপ নিউজ / রাজধানীর বনানীর ২২ তলা ভবনে আগুন
banani-fire

রাজধানীর বনানীর ২২ তলা ভবনে আগুন

রাজধানীর বনানীর কামাল আতাতুক এভিনিউ’র ২২ তলা এফ আর টাওয়ারে আগুন। আগুন নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে দমকল বাহিনী। আগুন নিয়ন্ত্রণে ও উদ্ধার কাজে যোগ দিয়েছে সেনাবাহিনী। এর আগে যোগ দিয়েছে নৌবাহিনী ও বিমানবাহিনীর সদস্যরাও।

ভবনের বিভিন্ন তলায় লোকজন আটকা পড়েছেন বলে জানা গেছে। দুপুর ২টার দিকে ভেতর থেকে একজন নারী ফেসবুক লাইভে এসে তাদেরকে বাঁচানোর আকুতি জানান। ভিডিওতে শোনা যায় এক নারীর কণ্ঠ। তিনি বারবার বলছেন, ‘আমাদের জন্য সিঁড়ি পাঠানোর ব্যবস্থা করেন। নাহলে ধোঁয়ায় আমরা মারা যাবো।”

দুপুর ১২টা কিছু পরে বনানীর ২৭ নম্বর রোডে হোটেল সারিনার বিপরীত দিকের ভবনটিতে আগুন দৃশ্যমান হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, ২২ তলা ভবনটির নিচের পাঁচটি তলায় প্রথমে আগুন দেখা গেলেও ধীরে ধীরে তা উপরের দিকে উঠতে শুরু করে।

আগুন লাগা ভবনের লাগোয়া অন্যান্য ভবনগুলোতে কাজ করা কয়েক হাজার লোকজন রাস্তায় নেমে আসেন।

এছাড়াও দেখুন

শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নিয়োগ করে প্রজ্ঞাপন

দশম জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন সংসদ সদস্য শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী পদে নিয়োগের সিদ্ধান্ত দিয়েছেন ...