হোম / জাতীয় / ধেয়ে আসছে ঘুর্ণিঝড় কোমেন, সাত নম্বর বিপদ সংকেত
cyclone

ধেয়ে আসছে ঘুর্ণিঝড় কোমেন, সাত নম্বর বিপদ সংকেত

উপকূলের দিকে ধেয়ে আসছে ঘুর্ণিঝড় কোমেন। কোমেনের প্রভাবে সমুদ্র উত্তাল রয়েছে। কক্সবাজার সমুদ্র বন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।
কক্সবাজার আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ একেএম নাজমুল হক বলেছেন, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ার পর এটি এখন শক্তিশালী ঘুর্ণিঝড়ে পরিণত হয়েছে। যার নামকরণ করা হয়েছে ‘কোমেন’। ঘূর্ণিঝড়টি বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল নাগাদ চট্টগ্রাম, রবিশাল, কক্সবাজার উপকূলে আঘাত হানতে পারে। এটি এ মুহুর্তে কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ১০৫ কিলোমিটার পশ্চিম উত্তর-পশ্চিমে অবস্থান করছে।

এদেক এটি ক্রমশ উপকূলের দিকে অগ্রসর হচ্ছে বলেও জানান তিনি।

এদিকে রাত ১১টার দিকে কক্সবাজারের উপকূলীয় এলাকায় জেলা প্রশাসনের উদ্যোগে মাইকিং করা হয়েছে। উপকূলীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। রেড ক্রিসেন্টসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরাও সচেতনতার সাথে কাজ করছেন।

কক্সবাজারের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ড. অনুপম সাহা জানিয়েছেন, স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করে সেখানে আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। ঘূর্ণিঝড় মোকাবেলায় জেলা প্রশাসন সর্বাত্মক প্রস্তুত রয়েছে।

এছাড়াও দেখুন

শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নিয়োগ করে প্রজ্ঞাপন

দশম জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন সংসদ সদস্য শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী পদে নিয়োগের সিদ্ধান্ত দিয়েছেন ...