হোম / বিনোদন / বিবাহ বিচ্ছেদের সেই স্ট্যাটাস মুছে দিয়েছেন তাহসান?
tahsan mithila

বিবাহ বিচ্ছেদের সেই স্ট্যাটাস মুছে দিয়েছেন তাহসান?

তাহসান ও মিথিলা গত বৃহস্পতিবার দুপুরে যৌথভাবে এক ফেসবুক বার্তায় জানালেন, ‘বেশ কয়েকমাস ধরে নিজেদের মধ্যকার দ্বন্দ্ব বা মতবিরোধ নিরসনের চেষ্টার পর আমরা সিদ্ধান্ত নিয়েছি, সামাজিক চাপে একটা সম্পর্ক ধরে রাখার চেয়ে আমাদের আলাদা হয়ে যাওয়াই মঙ্গলজনক।’

এরপর রাতে এক ফোনালাপে মিথিলা বলেন, তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে। প্রায় ২ বছর তারা একসঙ্গে থাকছেন না। গত মে মাসে বিবাহ বিচ্ছেদের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন।

কিন্তু আজ শুক্রবার রাতে ঘটেছে অন্য ঘটনা। গত বৃহস্পতিবার দুপুরে তাহসান আর মিথিলার যৌথভাবে দেওয়া তাদের বিবাহ বিচ্ছেদের সেই ফেসবুক বার্তা বা স্ট্যাটাস তাহসানের ফেসবুক পেজে নেই। তা মুছে দেওয়া হয়েছে।

কেন? তা জানার জন্য তাহসান আর মিথিলার সঙ্গে রাতেই যোগাযোগ করা হয়। তাহসানের ফোন বন্ধ আর রিং হলেও মিথিলা কল রিসিভ করেননি।

তাহলে কি তাহসান আর মিথিলার সম্পর্ক নতুন কোনো দিকে মোড় নিচ্ছে? নিতেই পারে। তাতে দোষের কিছু নেই। কিন্তু এত গুরুত্বপূর্ণ একটি স্ট্যাটাস মুছে দেওয়ার আগে তার কারণ জানানো হলে নিশ্চয়ই নতুন কোনো প্রশ্ন তৈরি হত না।

tahsan status
গত বৃহস্পতিবার দুপুরে দেওয়া সেই ফেসবুক বার্তায় ভক্তদের উদ্দেশে তারা বলেন, ‘আমরা বুঝতে পারছি, এটা আপনাদের খুব খারাপ লাগবে। সেজন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমরা সবসময় নিজেদের সম্পর্ক সম্মান ও মর্যাদার সঙ্গে বজায় রেখেছিলাম, ভবিষ্যতেও তাই থাকবে। আমরা আশা করি, আপনারা আমাদের পাশে থাকবেন।’

এরপর রাতে এক ফোনালাপে মিথিলা বলেন, ‘তাহসানের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়ে​ গেছে। গত মে মাসেই বিবাহ বিচ্ছেদের সব আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এ ঘটনাটি সবাইকে জানানোর জন্য আরেকটু সময় নিতে চেয়েছিলাম। কারণ, এত বড় কষ্টের খবর সবাইকে জানানোর মতো মানসিক প্রস্তুতি আমাদের ছিল না। ধারন করার ব্যাপার আছে। কিন্তু কিছু অনলাইন নিউজ পোর্টাল মনগড়া ও আজেবাজে খবর প্রকাশ করায় ফেসবুকে যৌথভাবে বিচ্ছেদের কথা আজ প্রকাশ করেছি।’

মিথিলা জানান, প্রায় দুই বছর ধরেই তাহসান ও তিনি আলাদাভাবে থাকছেন। আলাদা থেকে তারা নিজেদের মধ্যকার সমস্যাগুলো মিটমাটের চেষ্টা করছিলেন। কিন্তু শেষ পর্যন্ত বোঝাপড়া না হওয়ায় চূড়ান্ত বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তারা। এ বছর মে মাসে তাহসান-মিথিলার প্রায় ১১ বছরের সংসারের আনুষ্ঠানিক সমাপ্তি হয়েছে।

এছাড়াও দেখুন

শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নিয়োগ করে প্রজ্ঞাপন

দশম জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন সংসদ সদস্য শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী পদে নিয়োগের সিদ্ধান্ত দিয়েছেন ...