হোম / জাতীয় / গুলশানে স্প্যানিশ রেঁস্তোরার ১২ ঘন্টার জিম্মি সংকটের অবসান; হামলাকারী সহ মৃত ২৮
cover

গুলশানে স্প্যানিশ রেঁস্তোরার ১২ ঘন্টার জিম্মি সংকটের অবসান; হামলাকারী সহ মৃত ২৮

গুলশানের ক্যাফেতে কমান্ডো অভিযানে ছয় বন্দুকধারী মারা পড়লেও তার আগে তারা ২০ জিম্মিকে হত্যা করে বলে সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এই ২০ জনের পরিচয়ে নিশ্চিত না করলেও তবে তারা সবাই বিদেশি বলে সাংবাদিকদের প্রশ্নে জানান মিলিটারি অপারেশন্সের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাঈম আশফাক চৌধুরী।

এ ছাড়া গতকাল রাতে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সহকারী কমিশনার রবিউল ইসলাম ও বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। যৌথ কমান্ডো অভিযানে ছয় সন্ত্রাসী নিহত হয়েছে এবং সন্দেহভাজন একজন সন্ত্রাসীকে আটক করা হয়েছে। অভিযান চালিয়ে জিম্মিদশা থেকে তিন বিদেশিসহ ১৩ জনকে মুক্ত করা হয়।

শুক্রবার রাজধানীর গুলশান ৭৯ নম্বর রোডে ‘হলি আর্টিসান বেকারি’ নামে একটি রেস্টুরেন্টে একদল যুবক অস্ত্র ও বিস্ফোরক নিয়ে  ঢুকে বিদেশিসহ বেশ কয়েকজনকে জিম্মি করে। সকালে কমান্ডো অভিযান চালায় নিরাপত্তা বাহিনী।

ভিডিও দেখুন নিচে

শুক্রবার রাত পৌনে নয়টার দিকে ২০ থেকে ২৮ বছর বয়সী আট থেকে নয়জন অস্ত্রধারী গুলশানের কূটনৈতিক এলাকার হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় হামলা চালায়। রাত সাড়ে ১০টার দিকে সেখানে বড় ধরনের বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ পাওয়া যায়। এসময় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছলে গোলা-গুলিতে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সহকারী কমিশনার রবিউল ইসলাম ও বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন নিহত এবং ৫০ জনেরও বেশি ব্যক্তি আহত হয়।

রাত দেড়টার দিকে মার্কিন ওয়েবসাইট সাইট ইনটেলিজেন্স গ্রুপ এক টুইট বার্তায় জানায় যে এই হামলার দায় স্বীকার করেছে আইএস।

সারারাত উৎকন্ঠার মধ্যে পার করে শনিবার সকাল সাড়ে সাতটার দিকে জিম্মিদের উদ্ধারে যৌথ কমান্ডো অভিযান শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বিাহনী। বাংলাদেশ সশস্ত্র বাহিনী, পুলিশ, র‍্যাব, বিজিবি, সোয়াত সদস্যদের নিয়ে এই কমান্ডো অভিযান চালানো হয়।

সকাল সোয়া আটটার দিকে মাত্র মাত্র ৪৫ মিনিটের অভিযানে কমান্ডোরা পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক কর্নেল রাশিদুল হাসান জানান, অভিযান শেষ হয়েছে, পরিস্থিতি এখন পুরোপুরি নিয়ন্ত্রণে।

ভিডিও

এছাড়াও দেখুন

শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নিয়োগ করে প্রজ্ঞাপন

দশম জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন সংসদ সদস্য শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী পদে নিয়োগের সিদ্ধান্ত দিয়েছেন ...