হোম / খেলাধুলা / ২৭৭ রানে থামলো বাংলাদেশ, প্রত্যাশা জয়ের
bangladesh cricket

২৭৭ রানে থামলো বাংলাদেশ, প্রত্যাশা জয়ের

ঠান্ডা আবহাওয়ায় মোটামুটি রান করেছে বাংলাদেশ। ৫০ ওভার শেষে ৬ উইকেটে তাদের সংগ্রহ ২৭৭ রান।

এর আগে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। ব্যাটিংয়ে নেমে ধীরস্থির ভাবে শুরু করেন তামিম ও ইমরুল কায়েস। শুরুতে ইংলিশ পেসার সুইং আর বাউন্স পেলেও দারুণ খেলতে থাকেন টাইগার ব্যাটসম্যানরা। টার্ন পেয়েছেন স্পিনার মঈন আলীও।

দলীয় ৮০ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। বেন স্টোকসের বলে ক্যাচ দিয়ে ফেরেন ৪৬ রান করা ইমরুল কায়েস।

এরপর সাব্বির রহমানকে নিয়ে ২৬ রানের জুটি বাধেন তামিম ইকবাল। এই জুটিতেই প্রথম বাংলাদেশী হিসেবে ৫ হাজার রানের মাইলফলকে পা রাখেন তামিম। অবশ্য এরপর বেশিক্ষণ উইকেটে টিকেন নি তামিম। আদিল রশীদের গুগলিতে বিভ্রান্ত হয়ে ৪৫ রান করে আউট হন তিনি।

তামিমের বিদায়ের পর দলীয় ১২২ রানে রশীদের দ্বিতীয় শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরেন মাহমুদউল্লাহ রিয়াদ।

তামিমের বিদায়ের পর চতুর্থ উইকেচ জুটিতে ৫৪ রান যোগ করেন মুশফিক ও সাব্বির। ব্যক্তিগত ৪৯ রানে আদিল রশীদের তৃতীয় শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরেন সাব্বির।

উইকেটে এসে বেশিক্ষণ থাকতে পারেননি সাকিব আল হাসানও। মঈন আলীর বলে বাটলারের স্টাম্পিংয়ের শিকার হয়ে ফিরে আসেন তিনি। আউট হবার আগে ৭ বলে মাত্র ১ রান করেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

এছাড়াও দেখুন

শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নিয়োগ করে প্রজ্ঞাপন

দশম জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন সংসদ সদস্য শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী পদে নিয়োগের সিদ্ধান্ত দিয়েছেন ...