হোম / জাতীয় / জাতীয় সংসদ নির্বাচন ২৩ ডিসেম্বর ২০১৮ রবিবার
election

জাতীয় সংসদ নির্বাচন ২৩ ডিসেম্বর ২০১৮ রবিবার

২৩ ডিসেম্বর ২০১৮ রবিবার অনুষ্ঠিত হবে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান নির্বাচন কমশিনার নির্বাচনের তফসিল ঘোষণা করে এ তারিখ জানান।

তফসিল অনুযায়ী –
প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৯ নভেম্বর,
মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ২২ নভেম্বর
প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ নভেম্বর।

পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী আজ সন্ধ্যা ৭টায় ভাষণ দেন সিইসি কে এম নুরুল হুদা। সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনায় সিইসি দেশবাসী সবার সাহায্য ও সহযোগিতা চেয়েছেন।

সিইসি কে এম নুরুল হুদা বলেন, ২৮ জানুয়ারির মধ্যে জাতীয় সংসদ নির্বাচন গ্রহণের বাধ্যবাধকতা রয়েছে। প্রায় ৪০ হাজার ভোটকেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। নির্বাচনে প্রায় সাত লাখ কর্মকর্তা নিয়োগ করা হবে। দায়িত্ব পালনে ব্যর্থ হলে নির্বাচনী কর্মকর্তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সশস্ত্র বাহিনীও মোতায়েন থাকবে। নির্বাচন ঘিরে অনুকূল আবহাওয়া সৃষ্টি হয়েছে। সবাইকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার অনুরোধ জানান তিনি।

সিইসি বলেন, পোলিং এজেন্টরা ফলাফল ঘোষণা না করা পর্যন্ত কেন্দ্রে থাকবেন। গণমাধ্যমকর্মীরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন।

কে এম নুরুল হুদা বলেন, সরাসরি ও অনলাইনেও মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। ইভিএম ব্যবহারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইভিএম ব্যবহার করলে নির্বাচনের গুণগত মান উন্নত হবে এবং সময় সাশ্রয় হবে।

জাতীয় ঐক্যফ্রন্ট গত সোমবার ইসির সঙ্গে বৈঠক করে তফসিল পেছানোর দাবি করে। কারণ হিসেবে তারা বলেছে, সরকারের সঙ্গে সংলাপ চলছে। এর ফলাফল দেখে তফসিল ঘোষণা করা যেতে পারে। ঐক্যফ্রন্ট বলেছে, সমঝোতার আগে তফসিল ঘোষণা করা হলে তারা নির্বাচন কমিশন অভিমুখে পদযাত্রা করবে।

এ ছাড়া জাতীয় পার্টি ও যুক্তফ্রন্ট নির্বাচনের তফসিল না পেছানোর জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে। গত বুধবার জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে আজ তফসিল ঘোষণার অনুরোধ করেন। যুক্তফ্রন্টের নেতা ও বিকল্পধারার মহাসচিব আবদুল মান্নানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল গত মঙ্গলবার ইসিকে চিঠি দেয়।

৩০০টি আসনে সংসদ সদস্য নির্বাচনে এবার ভোট দেবেন ১০ কোটি ৪১ লাখ ৯০ হাজার ৪৮০ ভোটার। এর মধ্যে পুরুষ ৫ কোটি ২৫ লাখ ৪৭ হাজার ৩২৯ জন ও নারী ৫ কোটি ১৬ লাখ ৪৩ হাজার ১৫১ জন।

সম্ভাব্য ভোট কেন্দ্র ৪০ হাজার ১৯৯টি। এতে ভোট কক্ষ থাকবে ২ লাখ ৬ হাজারেরও বেশি। প্রতিটি কেন্দ্রে গড়ে ৫টি করে ভোট কক্ষ থাকে। ভোটের অন্তত ১৫দিন আগে কেন্দ্রের গেজেট প্রকাশ করবে ইসি।

বাংলাদেশে প্রথম থেকে দশম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে যথাক্রমে : ১৯৭৩ সালের ৭ মার্চ, ১৯৭৯ সালের ১৮ ফেব্রুয়ারি, ১৯৮৬ সালের ৭ মে, ১৯৮৮ সালের ৩ মার্চ, ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি, ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি, ১৯৯৬ সালের ১২ জুন, ২০০১ সালের ১ অক্টোবর, ২০০৮ সালের ২৯ ডিসেম্বর ও ২০১৪ সালের ৫ জানুয়ারি।

এছাড়াও দেখুন

শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নিয়োগ করে প্রজ্ঞাপন

দশম জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন সংসদ সদস্য শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী পদে নিয়োগের সিদ্ধান্ত দিয়েছেন ...