হোম / টপ নিউজ / ২০২০ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা ১ ফেব্রুয়ারির পরিবর্তে ৩ ফেব্রুয়ারি
ssc-exam

২০২০ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা ১ ফেব্রুয়ারির পরিবর্তে ৩ ফেব্রুয়ারি

২০২০ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা ১ ফেব্রুয়ারির পরিবর্তে ৩ ফেব্রুয়ারি শুরু হবে- শিক্ষা মন্ত্রণালয় 

চলতি বছর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার সময়সূচি দুদিন পিছিয়েছে।

আগামী ১ ফেব্রুয়ারি এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। তবে নতুন সূচি অনুযায়ী তা অনুষ্ঠিত হবে আগামী ৩ ফেব্রুয়ারি।

আজ শনিবার সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয় থেকে ওই তথ্য জানানো হয়। শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা আবুল খায়ের বলেছেন, ‘অনিবার্য কারণবশত এসএসসি ও সমমানের পরীক্ষা পেছানো হয়েছে।’

আগামী ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা। তবে একই দিন সরস্বতী পূজা হওয়াতে শিক্ষার্থীরাসহ একাধিক সংগঠন ভোটের দিন পরিবর্তনের দাবি জানায়।

ওই দাবির পরিপ্রেক্ষিতে আজ বিকেলে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) নেতৃত্বে জরুরি বৈঠকে বসেছে নির্বাচন কমিশন।

এছাড়াও দেখুন

শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নিয়োগ করে প্রজ্ঞাপন

দশম জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন সংসদ সদস্য শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী পদে নিয়োগের সিদ্ধান্ত দিয়েছেন ...