হোম / অর্থনীতি / ১০ হাজারে এক ইলিশ

১০ হাজারে এক ইলিশ

ভোলার মনপুরা উপজেলায় মেঘনা নদীতে তিন কেজি ওজনের একটি ইলিশ মাছ পাওয়া গেছে। বলা হচ্ছে এই মৌসুমের সবচেয়ে বড় ইলিশ মাছ এটি।শুক্রবার রাতে বেলাল মাঝির জালে এই মাছটি ধরা পড়ে।

এদিকে ইলিশ মাছটি পেয়ে বখুশি মাঝি ও জেলেরা। মাছটি ধরার পর মনপুরার সবচেয়ে বড় রামনেওয়াজ বাজার মৎস্য ঘাটে নিয়ে আসেন বেলাল মাঝি। মাছটি বিক্রির জন্য মৎস্য আড়তে আনলে দেখার জন্য উৎসুক জনতা ভিড় করেন। মৌসুমের শেষের দিকে এসে এত বড় ইলিশ মাছ দেখে সবাই অবাক।

বেলাল মাঝি মনপুরা সংলগ্ন মেঘনা নদীতে জাল ফেলে মাছটি ধরেন। পরে মাছটি বিক্রির জন্য রাত ৮টায় রামনেওয়াজ মৎস্য ঘাটে আনা হলে মনপুরার মৎস্য ব্যবসায়ী ও আড়তদার মো. ফরহাদ হাওলাদার মাছটি ১০ হাজার টাকায় কিনে নেন।

২২ দিন বন্ধ থাকার পর ২২ অক্টোবর রাত থেকে ফের ইলিশ ধরা শুরু হয়।

মৎস্য কর্মকর্তারা বলছেন, এবারের এই অভিযান ৯০ ভাগ সফল হয়েছে। বিভিন্ন সমস্যার কারণে ১০ ভাগ সফল হয়নি। তবে জেলেরা অনেক সচেতন হয়েছেন।

ভোলা সদর উপজেলার মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, তার উপজেলায় তিনটি নদী। অভিযান চলাকালীন সময়ে আইন অমান্য করে মোট জেলের এক ভাগ মাছ ধরতে নেমেছিলেন। যারা নেমেছিলেন তাঁদের ৭৫ ভাগ জেলেকেই আটক করা হয়েছে। এ সফলতার কারণ জেলেদের মধ্যে সচেতনতা ও দ্রুতগামী স্পিডবোট। আরও লোকবল ও স্পিডবোটের প্রয়োজন ছিল বলে জানান তিনি।

এছাড়াও দেখুন

শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নিয়োগ করে প্রজ্ঞাপন

দশম জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন সংসদ সদস্য শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী পদে নিয়োগের সিদ্ধান্ত দিয়েছেন ...