হোম / আন্তর্জাতিক / কোরআন তেলোয়াত প্রতিযোগিতায় হাফেজ তারিকুলের বিশ্বজয়
hafez tarikul

কোরআন তেলোয়াত প্রতিযোগিতায় হাফেজ তারিকুলের বিশ্বজয়

দুবাই ২১তম আন্তর্জাতিক হিফজুল কোরআন তেলোয়াত প্রতিযোগিতায় ১০৩ দেশকে পেছনে ফেলে প্রথম হয়েছেন বাংলাদেশের কিশোর হাফেজ মুহাম্মদ তারিকুল ইসলাম।

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে রোজার প্রথম দিন থেকে এ প্রতিযোগিতা শুরু হয়।


১৫ বছর বয়সী হাফেজ তারিকুলের গ্রামের বাড়ি কুমিল্লার দাউদকান্দি। তিনি রাজধানীর যাত্রাবাড়ীর হাফেজ ক্বারী নেছার আহমদ আন নাছিরী পরিচালিত মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসার ছাত্র।

মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ রহমতউল্লাহ বলেন, ২০১২ সালে সৌদি আরবে বিশ্ব কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের পক্ষে দুটি গ্রুপেই ১ম স্থান অধিকার করেছিলেন একই মাদরাসার ছাত্র হাফেজ তানভির ও সাআদ।

বৃহস্পতিবার আল-কোরআন পুরস্কার সংস্থার প্রেসিডেন্ট ইব্রাহীম বু মুলহার সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন দুবাইয়ের ক্রাউন প্রিন্স আহমদ বিন মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুম।তার কাছ থেকে প্রাইজ মানি ২ লাখ ৫০ হাজার দিরহাম ( ৫৪ লাখ ৯২,৫০০ টাকা) গ্রহণ করেন মুহাম্মদ তারিকুল ইসলাম।

এছাড়াও দেখুন

শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নিয়োগ করে প্রজ্ঞাপন

দশম জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন সংসদ সদস্য শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী পদে নিয়োগের সিদ্ধান্ত দিয়েছেন ...