হোম / অপরাধ / যুক্তরাজ্যে সোনালী ব‌্যাংককে প্রায় ৩২ কোটি টাকা জরিমানা
sonali bank uk

যুক্তরাজ্যে সোনালী ব‌্যাংককে প্রায় ৩২ কোটি টাকা জরিমানা

মুদ্রা পাচার নিয়ন্ত্রণে ব‌্যর্থতার জন‌্য যুক্তরাজ‌্যে বাংলাদেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত বাণিজ‌্যিক ব‌্যাংক সোনালী ব‌্যাংককে ৩৩ লাখ পাউন্ড জরিমানা করা হয়েছে। জরিমানার এই অঙ্ক বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩২ কোটি টাকা।

রয়টার্স জানায়, দেশটির আর্থিক খাত তদারককারী কর্তৃপক্ষ, ফিন‌্যানন্সিয়াল কনডাক্ট অথরিটি (এফসিএ) বুধবার সোনালী ব‌্যাংককে জরিমানা করার এতথ‌্য জানিয়েছে ।

এফসিএ’র বিবৃতিতে বলা হয়েছে, মুদ্রা পাচার প্রতিরোধ কার্যক্রমের প্রায় প্রতিটি ক্ষেত্রে সোনালী ব‌্যাংকের পদ্ধতিগত ‘গুরুত্বপূর্ণ দুর্বলতা’ ধরা পড়েছে।

বিবিসি জানিয়েছে, যুক্তরাজ‌্য সোনালী ব‌্যাংককে জরিমানার পাশাপাশি প্রতিষ্ঠানটির মুদ্রা পাচার নিয়ন্ত্রণ বিভাগের প্রধান কর্মকর্তা স্টিভেন স্মিথকে ব‌্যাংক খাতের এই ধরনের চাকরিতে নিষিদ্ধ করা হয়েছে। স্মিথকে ব‌্যক্তিগতভাবে ১৮ হাজার পাউন্ড জরিমানাও করা হয়েছে।

সোনালী ব‌্যাংক ইউকের তিনটি শাখা রয়েছে যুক্তরাজ‌্যে। এর একটি লন্ডনে, অন‌্য দুটি বার্মিংহাম ও ব্রাডফোর্ডে অবস্থিত।

প্রবাসী বাংলাদেশিদের সেবা দেওয়া এবং রেমিটেন্স পাঠানোর লক্ষ‌্যে ২০০১ সালে প্রতিষ্ঠিত সোনালী ব‌্যাংক ইউকে লিমিটেডের ৫১ শতাংশ শেয়ারের মালিকানা বাংলাদেশ সরকারের, বাকি অংশের মালিক সোনালী ব‌্যাংক।

তবে, এই সিদ্ধান্তের ফলে সোনালী ব‌্যাংকের রেমিটেন্স পাঠানোর স্বাভাবিক কার্যক্রম বিঘ্নিত হচ্ছে না বলে জানিয়েছে বিবিসি।

এছাড়াও দেখুন

শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নিয়োগ করে প্রজ্ঞাপন

দশম জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন সংসদ সদস্য শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী পদে নিয়োগের সিদ্ধান্ত দিয়েছেন ...