হোম / আন্তর্জাতিক / শিশুর অভিভাবকের বেখেয়ালীপনায় প্রান গেল চিড়িয়াখানার ১৭ বছর বয়সী গরিলার
gorilla

শিশুর অভিভাবকের বেখেয়ালীপনায় প্রান গেল চিড়িয়াখানার ১৭ বছর বয়সী গরিলার

যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের সিনসিনাতি চিড়িয়াখানায় গতকাল শনিবার বিকেলে পশু–পাখি দেখতে দেখতে গরিলার ডেরায় পড়ে যায় তিন বছরের একটি শিশু। এ সময় শিশুটিকে ধরে টানাহেঁচড়া শুরু করে দেয় গরিলাটি। এমন টানাহেঁচড়া চলে ১০ মিনিট। কোনোভাবেই বাগে আনা যাচ্ছিল না গরিলাকে। বাধ্য হয়ে শিশুটিকে বাঁচাতে গরিলাকে গুলি করে হত্যা করে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

বিকেল চারটার দিকে শিশুটি হামাগুড়ি দিতে দিতে ১০ ফুট নিচে গরিলার ডেরায় থাকা পানির মধ্যে পড়ে যায়। ১৭ বছর বয়সী হারাম্বে নামের গরিলাটি শিশুটিকে ধরে টানাহেঁচড়া শুরু করে। ১০ মিনিট চেষ্টা করেও গরিলার হাত থেকে শিশুটিকে উদ্ধার করা যাচ্ছিল না। পরে বাধ্য হয়ে চিড়িয়াখানার প্রাণী নিয়ন্ত্রণকারী দলের সদস্যরা গরিলাটিকে গুলি করে শিশুটিকে উদ্ধার করেন। শিশুটিকে সিনসিনাতি চিলড্রেনস হাসপাতাল মেডিকেল সেন্টারে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে সিনসিনাতি চিড়িয়াখানার পরিচালক থানে মায়নার্ড বলেন, শিশুটির জীবন বাঁচাতেই প্রাণী নিয়ন্ত্রণকারী দলের সদস্যরা গরিলাটিকে গুলি করেন। এ চিড়িয়াখানায় গরিলাকে গুলি করে হত্যার ঘটনা এটাই প্রথম। চিড়িয়াখানার জন্য এ দিনটা খুবই বেদনাদায়ক।

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন

থানে মায়নার্ড বলেন, চিড়িয়াখানায় প্রতি রোববার গরিলা প্রদর্শনীর জন্য ফটক উন্মুক্ত করা হয়। কিন্তু শনিবার কীভাবে শিশুটি গরিলার ডেরায় পড়ে গেল তা খতিয়ে দেখা হচ্ছে।

শিশুটি সম্পর্কে এখন পর্যন্ত কোনো তথ্য প্রকাশ করেনি চিড়িয়াখানা ও হাসপাতাল কর্তৃপক্ষ। তবে শিশুটি আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন মায়নার্ড। তবে কর্তৃপক্ষ বলছে, শিশুটি হামাগুড়ি দিতে দিতে একটি ছোট বেড়া পেরিয়ে গরিলার ডেরায় পড়ে যায়।

গত সপ্তাহে চিলিতে একটি চিড়িয়াখানায় সিংহের খাঁচায় আত্মহত্যা করতে ঢুকে পড়েছিলেন এক ব্যক্তি। পরে তাঁকে বাঁচাতে দুটি সিংহকে গুলি করে হত্যা করা হয়।

ভিডিও:

এছাড়াও দেখুন

শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নিয়োগ করে প্রজ্ঞাপন

দশম জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন সংসদ সদস্য শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী পদে নিয়োগের সিদ্ধান্ত দিয়েছেন ...