হোম / টপ নিউজ / যে কারণে হারলেন বিএনপির সাখাওয়াত হোসেন
shakawat

যে কারণে হারলেন বিএনপির সাখাওয়াত হোসেন

ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর সঙ্গে পারলেন না বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন খান। ৭৭ হাজার ৯০২ ভোট কম পেয়ে তিনি হেরেছেন। নারায়ণগঞ্জের সাধারণ মানুষ সাখাওয়াতকে বেশ কয়েকটি কারণে ভোট দেননি বলে মনে করছেন নির্বাচন বিশেষজ্ঞরা।

ভোটররা মনে করেছেন, সাখাওয়াত বিএনপির প্রার্থী। তিনি বিজয়ী হলে উন্নয়ন বঞ্চিত হবে নারায়ণগঞ্জ। কারণ তখন সাখাওয়াতের পক্ষে আওয়ামী লীগ সরকারের সঙ্গে সমঝোতা করে কাজ বাগানো অসম্ভব। তাছাড়া সাখাওয়াত পাস করলে সবচেয়ে বেশি বঞ্চিত হবেন কাউন্সিলররা। তখন কাউন্সিলররা এলাকার উন্নয়নে বাধা পাবেন।

তাছাড়া আইভী পরাজিত হলে নারায়ণগঞ্জে শামীম ওসমানদের একক কর্তৃত্ব চলে আসবে বলেই মনে করেছেন সাধারণ ভোটাররা।


বিদেশি দাতাসংস্থাগুলোর সঙ্গে আইভীর ভালো সম্পর্ক। এর ফলে অনেক অনুদান ও প্রকল্প অনুমোদনও হয়েছে নারায়ণগঞ্জের জন্য। কিন্তু আইভী না থাকলে এসব প্রকল্প থমকে যেতে পারে বলেই ধারণা।

জানা গেছে, নির্বাচনে কেন্দ্রীয় নেতাদের চাপে স্থানীয় নেতাকর্মীরা ধানের শীষ স্লোগান দিলেও অনেকে আইভীকেই ভোট দিয়েছেন। কারণ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা মনে করেন, এটি স্থানীয় সরকার নির্বাচন, এর সঙ্গে সরকার বদল কিংবা ক্ষমতার পরিবর্তন হবে না। তাই দলের চেয়ে ব্যক্তির ইমেজ অনেক বেশি কাজ করেছে।

২০১৪ সালের ৫ জানুয়ারির পর নারায়ণগঞ্জে বিভিন্ন পরিবহনে আগুনসহ নানা ধরনের নাশকতার ঘটনা ঘটে। এতে করে বিএনপির জনপ্রিয়তাও অনেকটা কমেছে।

বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকলেও দুঃসময়ে দলের নেতাকর্মীদের বিরুদ্ধে অবস্থান নিয়ে বিদ্রোহী গ্রুপ তৈরি করে বিএনপির ভেতরে বিভক্তি সৃষ্টি করেছিলেন সাখাওয়াতরা।

এদিকে বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেনের পরিচয় আলোচিত সাত খুন মামলার একজন আইনজীবী হিসেবে। নারায়ণগঞ্জের মানুষের কাছে এটুকুই তার পরিচয়। তাছাড়া সাখাওয়াত হোসেন নারায়ণগঞ্জের কেউ নন, ভাড়াটে প্রার্থী হয়ে বিএনপির পক্ষে ভোটে নেমেছেন বলেও প্রচার হয়। ভোটাররা এসব পরিকল্পনাও বিবেচনা করছেন।

এছাড়াও দেখুন

শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নিয়োগ করে প্রজ্ঞাপন

দশম জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন সংসদ সদস্য শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী পদে নিয়োগের সিদ্ধান্ত দিয়েছেন ...