হোম / অপরাধ / রাজধানীর বোট্যানিক্যাল গার্ডেনে চলছে অসামাজিক কাজ (ভিডিও-১)
botanical garden

রাজধানীর বোট্যানিক্যাল গার্ডেনে চলছে অসামাজিক কাজ (ভিডিও-১)

অব্যবস্থাপনা ও নজরদারির অভাবে দিন দিন নষ্ট হচ্ছে মিরপুর জাতীয় উদ্ভিদ উদ্যান বোট্যানিক্যাল গার্ডেনের পরিবেশ। উদ্যানের ভেতরে দিনে-দুপুরে চলে অসামাজিক কাজ। যৌনকর্মী ও তাদের দালালদের দৌরাত্ম্যে বিব্রতকর অবস্থায় পড়ছেন উদ্যানে ঘুরতে আসা দর্শনার্থীরা। বেসরকারী টেলিভিশন চ্যানেল আরটিভির রিপোর্টে উঠে এসেছে তারই  চিত্র।

প্রায় ২৩০ একর আয়তনের জাতীয় উদ্ভিদ উদ্যান বোট্যানিক্যাল গার্ডেন। মনোরম প্রাকৃতিক পরিবেশ আর এর সৌন্দর্যে আকৃষ্ট হয়ে পরিবেশ প্রেমীরা বেড়াতে আসেন এখানে। তবে এমন সুন্দরের মধ্যেই বাসা বেধেছে অসুন্দর। কর্তৃপক্ষের গাফিলতি ও উদাসিনতায় খোলামেলা উদ্যানটি অনেকদিন ধরেই পরিনত হয়েছে অসামাজিক কাজের আখড়ায়।

ভিডিও দেখুন নিচে

বোট্যানিক্যাল গার্ডেনের এই অসামাজিক চিত্র এখন অনেকেরই গা সওয়া। আর উদ্যান যেখানে যত গভীর, দৃশ্য সেখানে তত খোলামেলা। বলা চলে পুরো উদ্যানই এখন ভাষমান যৌনকর্মী ও তাদের দালালদের দখলে। বিষয়টি এতোটাই প্রকাশ্য যে, তাতে কারো যেন কিছু যায় আসে না। দালালরা রাস্তা থেকেই খুঁজে নেয় খদ্দের, তারপর কাউকে সঙ্গে করে উদ্যানের গহীনে কিছু সময়ের জন্য নিরুদ্দেশ হয়ে যাওয়া।

তবে এখানে যারা নিয়মিত আসেন না, এমন পরিস্থিতি তাদেরকে ফেলে দেয় দারুণ অস্বস্থিতে। এর পরও উদ্যানের নিরাপত্তা কর্মীদের দাবী, পরিবেশ আগের চেয়ে অনেকটা ভালো।

একজন নিরাপত্তা কর্মী জানান – “অবৈধ কাজ যেগুলো করে, সে থেেতো আর ধরা পরে না। আগের মতো তো আর বেশি নেই। ধরা পড়লে বের করে দেয়া হয় উদ্যান থেকে এবং এসব কাজ নিষিদ্ধ বলে জানিয়ে দেয়া হয়।‌‍’

এমন বিষয়গুলো মোটেই জানা নেই বন ও পরিবেশ মন্ত্রনালয়ের। তাই সংসদীয় স্থানীয় কমিটির সভাপতি ড. হাসান মাহমুদ বললেন অভিযোগ পেলে ব্যাবস্থা নেয়া হবে। তিনি বলেন – “বোট্যানিক্যাল গার্ডেনকে একটু ভিন্ন ভাবে দেখতে হবে। সেখানে অনেকগুলো প্ল্যান্ট স্পেসের ব্যবস্থা করা হয়েছে। এ জায়গাটি একটি বিশেষ জায়গা। এটিকে আমি পার্ক হিসেবে ব্যাবহার করতে পারি না।’

ভিডিও

এছাড়াও দেখুন

শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নিয়োগ করে প্রজ্ঞাপন

দশম জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন সংসদ সদস্য শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী পদে নিয়োগের সিদ্ধান্ত দিয়েছেন ...