হোম / টপ নিউজ / টিকেট কেটে বাসে চড়ে অফিসে গেলেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
obayedul quader

টিকেট কেটে বাসে চড়ে অফিসে গেলেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

সাধারণ যাত্রীদের মতো লাইনে দাঁড়িয়ে টিকেট কেটে বাসে চড়ে অফিসে গেলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বৃহস্পতিবার আসাদগেট বাসস্ট্যান্ডে টিকিট কেটে লাইনে দাঁড়ান তিনি। এরপর বাসে উঠে যানজট পার হয়ে প্রায় ৫০ মিনিটে মন্ত্রণালয়ের পাশের সড়কে নামেন। যাত্রাপথে বাসের ওপরের তলা ও নিচে ঘুরে ঘুরে যাত্রীদের সঙ্গে কথা বলেন। যাত্রাপথে একজন নারী যাত্রী বাসে উঠলে নিজের আসন ছেড়ে দিয়ে সেখানে তাকে বসিয়ে দাঁড়িয়ে যান মন্ত্রী।

এসময় যাত্রীদের কেউ কেউ বিআরটিসি বাসের সেবার মান নিয়ে তাঁর কাছে অভিযোগ করেন। সত্যতা পরীক্ষা করতে তিনিও দেখতে পান, বাসের ১২টি ফ্যানের মধ্যে একটি বাদে সবগুলো নষ্ট। এ অভিযোগে সঙ্গে সঙ্গে বিআরটিসির মতিঝিল ডিপো ম্যানেজার ও পরিচালককে (টেকনিক্যাল) শো-কজ করেন।

যাত্রীরা অভিযোগ করেন, খামারবাড়িসহ কয়েকটি মোড়ে যানজটে বেশি অপেক্ষা করতে হয়। একাধিক শিক্ষার্থী অভিযোগ করেন, তাদের কাছ থেকে নিয়ম অনুযায়ী হাফ ভাড়া না নিয়ে ফুল ভাড়া দাবি করা হয়। নারী যাত্রীদের অভিযোগ, তাদের সিটে পুরুষরা বসে থাকেন। উঠতে চান না। যাত্রীদের অভিযোগ শুনে করণীয় ঠিক করবেন ও সিদ্ধান্ত নেবেন বলে যাত্রীদের আশ্বস্ত করেন মন্ত্রী।

পরবর্তীতে মন্ত্রী সচিবালয় থেকে বের হয়ে আবারও বিআরটিসি’র বাসে আব্দুল্লাপুর পর্যন্ত যান। যাত্রাপথে যাত্রী, চালক ও নারী যাত্রীদের সঙ্গে কথা বলেন। বিআরটিসি বাস নিয়ে তাদের অভিজ্ঞতা ও অভিযোগ শুনে বাস থেকেই তাৎক্ষণিকভাবে বিভিন্ন পদক্ষেপ নেন।

যাত্রাপথে অনেক যাত্রীকে মন্ত্রীর সঙ্গে সেলফি তুলতেও দেখা যায়। মন্ত্রী নিজেও তাঁর ফেসবুক পেজে একটি ছবি পোষ্ট করে লিখেন “আজকে পাবলিক বাসে চড়ে অফিসে গেলাম”।

মন্ত্রীর বাসে চড়ে অফিস যাবার ছবি সামাহজক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকে পাঠক/দর্শক মন্ত্রীকে বাহবা জানান।

এছাড়াও দেখুন

শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নিয়োগ করে প্রজ্ঞাপন

দশম জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন সংসদ সদস্য শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী পদে নিয়োগের সিদ্ধান্ত দিয়েছেন ...