হোম / জাতীয় / বাসা থেকে পালিয়ে চার তরুণের ‘জঙ্গি’ হয়ে ওঠা
four terror

বাসা থেকে পালিয়ে চার তরুণের ‘জঙ্গি’ হয়ে ওঠা

গুলশান হামলায় অংশ নিয়ে নিহত ৫ হামলাকারীই উচ্চবিত্ত পরিবারের সন্তান। এরা সবাই বেশকিছুদিন ধরে নিখোঁজ ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে এরইমধ্যে চার জনের পরিচয় প্রকাশ করে দিয়েছেন তাদের পরিচিতজনরা। আইএসের বরাত দিয়ে সাইট ইন্টিলিজেন্স তাদের যে ছবি প্রকাশ করে, সে ছবির সঙ্গে পুলিশের দেওয়া ছবির মিলও পাওয়া গেছে। পুলিশও বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গেছে, বেশ কিছুদিন আগে এরা প্রত্যেকেই বাসা ছেড়ে হঠাৎ উধাও হয়ে যায়। এদের তিনজন রাজধানীর বিভিন্ন নামী-দামি স্কুল-কলেজে পড়েছেন বলে তাদেরই বন্ধুরা দাবি করেছেন।

মীর সামিহ মোবাশ্বির

mir-samih-mobashir
গত ২৯ ফেব্রুয়ারি বিকাল ৩টার দিকে মীর সামিহ মোবাশ্বির কোচিংয়ে যাওয়ার উদ্দেশ্যে গাড়িতে করে বাসা থেকে বের হয়। যানজট থাকায় কোচিং সেন্টারের আগেই গাড়ি থেকে নেমে যায়। পরে সন্ধ্যা ৬টার দিকে গাড়িচালক জুয়েল তাকে কোচিং থেকে আনতে গেলে তাকে আর পাওয়া যায়নি। পরে মোবাশ্বিরের বাবা মীর এ হায়াত কবীর ওই দিনই গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি (নম্বর ১৮৪৮) করেন। পুলিশ তার খোঁজ করতে গিয়ে গুলশান এলাকার সিসিটিভি ফুটেজে দেখতে পায়, মোবাশ্বির গাড়ি থেকে নামার পর একটি রিকশা নিয়ে বনানীর ১১ নম্বর সড়কের দিকে চলে যাচ্ছে।

নিবরাস ইসলাম

nirbash-islam
হামলাকারীদের আরেক জন নিবরাস ইসলাম নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র। সাবেক সহাপাঠীরা শনাক্ত করে তার ছবি ও পরিচয় সামনে এনেছেন। দ্য এশিয়া ফয়েলসের উপব্যবস্থাপনা পরিচালক আসিফ নেওয়াজ লিখেছেন, আমি আমার চিন্তাগুলোকে এক জায়গায় করতে চেষ্টা করছি। হামলাকারীদের মধ্যে অন্তত দুই জনকে আমাদের অনেকেই চেনে। কয়েকবছর আগে এদেরই একজনকে (নিবরাস ইসলাম) আমি কাছ থেকেই দেখেছি। এদেরই একজন ফুটবল খেলতে পছন্দ করতো, তার আচরণের জন্য বেশ জনপ্রিয় ছিল। এই ছেলেই কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরে চেক-ইন দিতে পছন্দ করতো। দুজনকেই গত ফেব্রুয়ারি থেকে পাওয়া যাচ্ছিল না।

রোহান ইমতিয়াজ

rohan-imtiaz
আওয়ামী লীগের ঢাকা মহানগর কমিটির যুব ও ক্রীড়া সম্পাদক ইমতিয়াজ খান বাবুলের ছেলে রোহান ইমতিয়াজ। ফেসবুক দেখে বোঝা যায়, তিনি কিছুদিন ছেলেকে খুঁজে পাচ্ছিলেন না। তিনি ফেসবুকে ছেলের উদ্দেশ্যে লিখেছেন, ‘প্লিজ কাম ব্যাক’। রোহান ইমতিয়াজের পরিচয় প্রকাশ করেন মুন্সী বাধন নামের এক ফেসবুক ব্যবহারকারী। সাইটের ছবির সঙ্গে মিলিয়ে তার এক বন্ধুর মাধ্যমে। কিন্তু পুলিশের পরিচয়ের সঙ্গে এর মিল নেই। এ প্রশ্নে মুন্সী বলেন, কোনও ঘটনায় দোষী ব্যক্তিদের সঠিক পরিচয় তুলে ধরাটাই আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর কাজ। যখন তারা আমাদের ভুল তথ্য দেন, তখন আসলে প্রশ্ন জাগে, আমাদের ইন্টেলিজেন্সের দায়িত্বে থাকা বাহিনীর ব্যর্থতার কারণেই জঙ্গি হামলাগুলো হচ্ছে কি না।

তাসিন রওনক

tasin-raonok
তাসিন রওনক সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি। এছাড়া আরেক তরুণের পরিচয় এখনও পাওয়া যায়নি।

unkhown

এছাড়াও দেখুন

শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নিয়োগ করে প্রজ্ঞাপন

দশম জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন সংসদ সদস্য শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী পদে নিয়োগের সিদ্ধান্ত দিয়েছেন ...