হোম / অপরাধ / পিপিই পড়ে ডাকাতি, পুলিশের বিশেষ সতর্ক বার্তা
robbery

পিপিই পড়ে ডাকাতি, পুলিশের বিশেষ সতর্ক বার্তা

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সারাদেশে সরকারের ঘোষিত সাধারণ ছুটি চলাকালীন সময়ে রাজধানীসহ আশপাশের জেলায় পিপিই পড়ে ডাক্তার, স্বাস্থ্যকর্মী সেজে ডাকাতির কথা শোনা যাচ্ছে।

এমন পরিস্থিতির মুখোমুখি হলে বাসার মূল ফটকের গেট না খুলে দ্রুত নিকটস্থ থানায় বিষয়টি জানানোর পরামর্শ দিয়েছে ঢাকা জেলা পুলিশ।

শনিবার এক বিজ্ঞপ্তিতে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো যায় যে, ঢাকা জেলার সম্মানীত সকল অধিবাসীদের জানানো যাচ্ছে যে কোন ব্যক্তি যদি পিপিই পরিহিত অবস্থায় ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী বা পুলিশ পরিচয়ে কোন বাসাবাড়িতে করোনা রোগী খোঁজ খবর করার সংক্রান্তে দরজা খুলতে বলে কেউ দরজা খুলবেন না। যদি কেউ ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী বা পুলিশ পরিচয়ে করোনা রোগী নিয়ে যেতে চেষ্টা করে তাহলে দরজা না খুলে সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ বা ডিউটি অফিসারকে জানান।

ভিডিও: আল্লামা হাফেজ জুবায়ের আহমেদ আনসারীর জানাজা

ইদানিং লক্ষ্য করা যাচ্ছে কিছু দুষ্কৃতিকারী করোনা ভাইরাসের দোহাই দিয়ে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী এবং পুলিশ পরিচয়ে অপকর্ম করার চেষ্টা করছে।

তাই উপোরোক্ত পরিস্থিতির কেউ সম্মুখীন হলে নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল।

এছাড়া বাড়ির সিকিউরিটি গার্ড থাকলে তাদেরকে আগেই বলে রাখতে যাতে এমন কেউ এলে ভবনে প্রবেশ করতে দেয়ার আগে যে বাসায় যাবে সে বাসায় যোগাযোগ করতে।

এবং লকডাউনের কারণে রাত্তাঘাট ফাঁকা থাকায় একা চলাফেরার ক্ষেত্রেও সতর্ক থাকা উচিত। কারণ ছিনতাইয়ের শিকার হবার সম্ভাবনা থাকে।

এছাড়াও দেখুন

শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নিয়োগ করে প্রজ্ঞাপন

দশম জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন সংসদ সদস্য শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী পদে নিয়োগের সিদ্ধান্ত দিয়েছেন ...