হোম / অপরাধ / যাত্রীর পায়ুপথে অর্ধ কোটি টাকার সোনার বার (ভিডিও)
gold-anus

যাত্রীর পায়ুপথে অর্ধ কোটি টাকার সোনার বার (ভিডিও)

শাহজালাল বিমান বন্দরে যাত্রীর পায়ুপথ থেকে ৬০ লাখ টাকার সোনা উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে শুল্ক গোয়েন্দা এ সোনা উদ্ধার করেন।

শরীফ আহমেদ নামে অভিযুক্ত ব্যক্তি অভিনব কায়দায় নিজের পায়ুপথে স্বর্ণগুলো নিয়ে এসেছিলেন। রাতভর নাটকীয়তার পর অবশেষে ভোরে এই ব্যক্তির কাছ থেকে ১২টি স্বর্ণ বার উদ্ধার করা হয়। আটকৃত শরীফের গ্রামের বাড়ি কুমিল্লার ময়নামতি বাজারের বুড়িচং।

স্বর্ণবারগুলোর ওজন ১ কেজি ২শ’ গ্রাম। যার বাজারমূল্য প্রায় ৬০ লাখ টাকা।

ভিডিও দেখুন নিচে


শুল্ক গোয়েন্দা বিভাগের অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়, শরীফ মালিন্দ এয়ারলাইন্সের ফ্লাইট OD162 এ রাত সোয়া ১২ টায় শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন।

যেভাবে উদ্ধার করা হল স্বর্ণ

গ্রিন চ্যানেল অতিক্রম করে চলে যাবার সময় তাকে চ্যালেঞ্জ করে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে কোনোভাবেই স্বর্ণের কথা স্বীকার করছিলেন না শরীফ ।

শুল্ক গোয়েন্দা বিভাগ দল রাত ৩টায় উত্তরা উইমেন মেডিক্যালে যাত্রীর পেটে এক্সরে করায়। এসময় তার পেটে ৩টি অস্বাভাবিক পোটলার অস্তিত্ব পায়। এক্সরে রিপোর্ট যাত্রীকে দেখালেও এসব অস্বীকার করেন তিনি। এক পর্যায়ে তলপেট কেটে স্বর্ণ বের করার জন্য অপারেশন থিয়েটারে নিলে তিনি ভয় পেয়ে যান। অপারেশন ছাড়া স্বর্ণ বের করে দিতে পারবেন বলে জানান তিনি।

এরপর তাকে পানি খেতে দেয়া হয়। টয়লেটে নিয়ে তলপেটে চাপ দিয়ে পায়ুপথ দিয়ে একে একে ৩টি কনডম বের করে আনেন। যার মধ্যে স্বর্ণগুলো লুকানো ছিলো।

শরীফ কর্মকর্তাদের জানান, তিনি স্থানীয়বাজারের মুদি ব্যবসায়ী। গেলো ৩ জানুয়ারি ব্যবসার কাজে মালয়েশিয়া যান। ২০১৬ সালে তিনি ১০ বার বিদেশ ভ্রমণ করেন। নজরদারির কারণেই এ অভিনব পদ্ধতি নেয়া হয়।

ভিডিও

এছাড়াও দেখুন

শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নিয়োগ করে প্রজ্ঞাপন

দশম জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন সংসদ সদস্য শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী পদে নিয়োগের সিদ্ধান্ত দিয়েছেন ...