হোম / অপরাধ / ঢাবি ছাত্রীকে ধর্ষণ প্রতিবাদে ডাকসু ভিপি নুরের ৪৮ ঘণ্টার আলটিমেটাম
nur

ঢাবি ছাত্রীকে ধর্ষণ প্রতিবাদে ডাকসু ভিপি নুরের ৪৮ ঘণ্টার আলটিমেটাম

রাজধানীর কুর্মিটোলা এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার এবং সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন ডাকসু ভিপি ‍নুরুল হক নুর। নইলে আরও কঠোর কর্মসূচিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

আজ দুপুর দেড়টার দিকে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এ ঘটনার বিচারের দাবিতে বক্তব্য দানকালে তিনি এই আল্টিমেটাম দেন।

এ ছাড়াও ধর্ষণের ঘটনায় ঢাবি কর্তৃপক্ষকে বাদী হয়ে মামলা দায়ের করার এবং ভুক্তভোগী শিক্ষার্থীর চিকিৎসার যাবতীয় ব্যয়ভার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বহন করার দাবি জানান তিনি।

আজ দুপুর ১২টার দিকে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেন ঢাবিতে ক্রিয়াশীল ১২টি ছাত্র সংগঠনের সমন্বয়ে গঠিত নতুন জোট ‘সন্ত্রাসবিরোধী ছাত্র ঐক্য’র সদস্যরা। পরে বেলা একটার দিকে শাহবাগের অবরোধ তুলে নেন তারা। এরপর সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হন।

এ ঘটনায় সরকারকে দায়ী করে নুরুল হক নুর বলেন, সরকার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এর দায় এড়াতে পারে না। তারা নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে।

আগের ঘটনা উল্লেখ করে ডাকসু সভাপতি বলেন, যেকোনো অপরাধ বা ধর্ষণের ঘটনা ঘটার পর দেশব্যাপী আন্দোলন না হওয়া পর্যন্ত সরকার কোনো কার্যকর পদক্ষেপ নেয় না। আমরা আশা করি সরকার এই ঘটনায় একই নিয়ম অনুসরণ করবে না এবং অপরাধীদের খুঁজে বের করে কার্যকর শাস্তি নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। যাতে ভবিষ্যতে কেউ এই ধরনের ঘটনা ঘটাতে সাহস না করে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণের প্রতিবাদে এবং জড়িতদের বিচারের দাবিতে আজ সকাল ১০টার পর থেকেই টিএসসির সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে জড়ো হতে থাকে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাকর্মীরা। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে শাহবাগ মোড়ের দিকে যায় এবং শাহবাগ মোড় অবরোধ করে রাখে। এতে চারপাশের রাস্তায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।

গতকাল রোববার ক্লাস শেষে ওই ছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসে চড়ে শ্যাওড়ায় এক বান্ধবীর বাসায় যাচ্ছিলেন। ভুল করে এর আগের কুর্মিটোলা বাসস্ট্যান্ডে নেমে পড়েন তিনি। ওই সময় ফুটপাত দিয়ে হেঁটে যাওয়ার একপর্যায়ে হঠাৎ করে অজ্ঞাত এক ব্যক্তি পেছন থেকে তাঁর মুখ চেপে ধরে। এরপর তাঁর সঙ্গে ধস্তাধস্তি শুরু করে। পরে তাঁকে পাশের একটি নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে। ওই ছাত্রীকে শারীরিকভাবেও নির্যাতন করা হয় বলেও জানান তাঁরা।

এছাড়াও দেখুন

শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নিয়োগ করে প্রজ্ঞাপন

দশম জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন সংসদ সদস্য শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী পদে নিয়োগের সিদ্ধান্ত দিয়েছেন ...