হোম / জাতীয় / ঈদের আনন্দে নাড়ির টানে ছুটে চলেছে ঘরমুখো মানুষ (ভিডিও)
eid train

ঈদের আনন্দে নাড়ির টানে ছুটে চলেছে ঘরমুখো মানুষ (ভিডিও)

ঈদের আনন্দে নাড়ির টানে ছুটে চলেছে ঘরমুখো মানুষ। এরি মধ্যে অনেকটা ফাঁকা হয়ে গেছে ব্যাস্ত নগরী ঢাকা। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় এবং রোববার থেকে ঈদের ছুটি শুরু হওয়ায় অনেকেই দু’তিন দিন আগেই ঢাকা ছেড়েছেন। বরাবরের মতো অধিক যাত্রি পরিবহনের চাপ থাকায় অনেকেই ঝুঁকি নিয়ে রওনা হয়েছেন গন্তব্যে। স্থল, নৌ বা রেল পথ, প্রতিটিতেই রয়েছ ঘরমুখো মানুষের ভীড়।

ঈদের ছুটির প্রথম দিনে ঘরমুখো মানুষের চাপে মহাসড়কগুলোতে অতিরিক্ত যানবাহনের কারণে বেড়ে গেছে যানজট। রাজবাড়ীর দৌলতদিয়ায় জরুরী মেরামতের ১২ ঘন্টা পর ২নং ফেরিঘাটটি ফের পদ্মায় বিলিন হয়ে গেছে। ঘাট ও ফেরি সংকটে যানজট তীব্র আকার ধারন করেছে। শতাধিক কোরবানির গরুবাহি ট্রাক আটকে থাকায় সাধারণ মানুষের দুর্ভোগ চরমে উঠেছে। পাটুরিয়া ফেরি ঘাট পারাপারের অপোয় আটকে আছে শতশত যানবাহন। ক্রমশই গাড়ীর চাপ বাড়ছে। মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে শিমুলিয়ার লঞ্চ ও সিবোট ঘাটেও।

ভিডিও দেখুন নিচে

এদিকে সাভারের ঢাকা-আরিচা মহাসড়ক ও আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কে যানবাহনের ধীরগতি লক্ষ্য করা গেছে। একই অবস্থা ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কেও।

শেষ মুহূর্তে ঈদে বাড়ি যাওয়ার বাস-ট্রেনের টিকেট মিলছে ঠিকই তবে চরম ভয়াবহ আকার নিয়েছে টাইম সিডিউলের বিষয়টি। ফলে টিকেট পেলেও স্বস্তিতে নেই যাত্রীরা। অন্যদিকে, এটিকে সাময়িক দুর্ভোগ মন্তব্য করে সবাইকে সচেতন হবার পরামর্শ দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

কস্ট হলেও ঘরে ফিরে পরিবার পরিজনের সাথে একত্রে ঈদ করার আনন্দে অকটা উৎসব মুখর হয়েই পাড়ি জমিয়েছেন গন্তব্যে অনেকে। আর সেই উৎসবের চিত্রই ধারণ করেছেন একজন।

ভিডিও

এছাড়াও দেখুন

শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নিয়োগ করে প্রজ্ঞাপন

দশম জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন সংসদ সদস্য শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী পদে নিয়োগের সিদ্ধান্ত দিয়েছেন ...