হোম / অপরাধ / স্বাস্থ্য সরঞ্জাম কেনায় দুর্নীতি, জিম্বাবুয়ের স্বাস্থ্যমন্ত্রী গ্রেপ্তার
zim health minister

স্বাস্থ্য সরঞ্জাম কেনায় দুর্নীতি, জিম্বাবুয়ের স্বাস্থ্যমন্ত্রী গ্রেপ্তার

মহামারি করোনাভাইরাস মোকাবিলায় স্বাস্থ্য উপকরণ হিসেবে প্রায় ছয় কোটি ডলার মূল্যের জরুরি চিকিৎসা সরঞ্জাম কেনায় দুর্নীতির অভিযোগে জিম্বাবুয়ের স্বাস্থ্যমন্ত্রী ওবাদিয়াহ মোয়োকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার গ্রেপ্তারের পরপরই স্বাস্থ্যমন্ত্রীকে হারারের একটি থানায় নিয়ে যাওয়া হয়। শনিবার তাকে আদালতে হাজির করার কথা রয়েছে।

রয়টার্স জানায়, সরকারি অর্থায়নে প্রায় ছয় কোটি ডলার মূল্যের জরুরি ওষুধ, টেস্ট কিট ও ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) কেনায় দুর্নীতির অভিযোগে স্বাস্থ্যমন্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বার্তাসংস্থা সিনহুয়ার প্রতিবেদনে জিম্বাবুয়ে দুর্নীতি দমন কমিশনের মুখপাত্র জন মাকামুরে বলেন, ‘আমি নিশ্চিত করতে পারি যে, মন্ত্রী মোয়ো বর্তমানে রোডসভিল থানায় আটক রয়েছেন। আগামীকাল (শনিবার) তাকে আদালতে নেওয়া হতে পারে।’

একই অভিযোগে পুলিশ গত সপ্তাহে ডেলিস এনগুওয়ায়া নামের এক ব্যক্তিকেও গ্রেপ্তার করেছে বলে স্থানীয় গণমাধ্যমগুলোর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।

ডেলিসের কোম্পানিকে চিকিৎসা সরঞ্জাম সরবরাহের কাজ পাইয়ে দিতে মোয়ো দুর্নীতির আশ্রয় নিয়েছিলেন বলে সন্দেহ বিরোধীদের।

আফ্রিকার এ দেশটিতে এখন পর্যন্ত প্রায় ৫০০ জনের দেহে নতুন করোনাভাইরাস শনাক্ত হয়েছে; মারা গেছে ৪ জন।

জিম্বাবুয়ের প্রেসিডেন্ট এমারসন এমনানগাওয়া পরে মেডিকেল সরঞ্জাম ক্রয়ের ওই চুক্তি বাতিল করেন।

এছাড়াও দেখুন

শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নিয়োগ করে প্রজ্ঞাপন

দশম জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন সংসদ সদস্য শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী পদে নিয়োগের সিদ্ধান্ত দিয়েছেন ...