হোম / আন্তর্জাতিক / জাপানে শক্তিশালী টাইফুনের আঘাতে অন্তত ১৪ নিহত, নিখোঁজ ১৭ জন
japan typhoon

জাপানে শক্তিশালী টাইফুনের আঘাতে অন্তত ১৪ নিহত, নিখোঁজ ১৭ জন

জাপানে শক্তিশালী টাইফুনের আঘাতে অন্তত ১৪ নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরো ১৭ জন।

জাপানে ভয়াবহ টাইফুনের আঘাতে অন্তত ১৪ জন নিহত হয়েছেন, নিখোঁজ রয়েছেন আরও অনেকে। ঝড়ের আঘাতে ভেঙে পড়েছে বহু ঘর-বাড়ি, প্লাবিত হয়েছে অনেক এলাকা। গত ৬০ বছরে এটাকে জাপানের সবচেয়ে ভয়াবহ ঝড় মনে করা হচ্ছে।

স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৭টার কিছুক্ষণ আগে রাজধানী টোকিওর দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ইজু দ্বীপে ঘণ্টায় ২২৫ কিলোমিটার বেগে ঘূর্ণিঝড়টি আঘাত হানে। খবর এএফপির

বৃষ্টির কারণে নদীর পানি বৃদ্ধি পেয়ে প্লাবিত হয়েছে অনেক এলাকা । এছাড়া ঝড়ের প্রভাবে টোকিওর কাছে কাওয়াসাকিতে বিভিন্ন এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে।

টাইফুন হাজিবিস এখন উত্তর দিকে সরে যাচ্ছে। ধারণা করা হচ্ছে, রবিবারের পর এটি উত্তর প্রশান্ত মহাসাগরে ফিরে যাবে ।

এ ঝড়ের প্রভাবে গত ২৪ ঘণ্টায় টোকিওতে ইতিহাসের সর্বোচ্চ ৭০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। প্রলয়ঙ্করী এই ঝড়ের কারণে দেশটিতে চলমান রাগবি ওয়ার্ল্ড কাপের কয়েকটি ম্যাচ স্থগিত করা হয়েছে।

ক্ষয়ক্ষতির বর্ণনা দিতে গিয়ে সরকারের মুখপাত্র ইয়োশিহিদে সুগা জানান, শনিবার টাইফুন ‘হাগিবিস’ টোকিওর দক্ষিণে আঘাত হানে এবং উত্তরের দিকে সরে যায়। এর ফলে কয়েকটি নদীর পানি উপচে আকস্মিক বন্যা দেখা দিয়েছে।

এতে অসংখ্য ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রায় তিন লাখ ৭৬ হাজার ঘরবাড়ি বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। এ ছাড়া ১৪ হাজার বাড়িতে পানির অভাব দেখা দিয়েছে। তবে ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে জাপান সরকার।

নৌকা ও হেলিকপ্টারের মাধ্যমে বন্যাকবলিত এলাকায় উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। ভূমিধসের ফলে বিভিন্ন এলাকায় আটকেপড়া লোকজনকে সরিয়ে নেওয়ার কাজ করছেন উদ্ধারকর্মীরা।

এদিকে জাপানের রাজধানী টোকিওসহ অন্যান্য এলাকায় টাইফুনের আঘাতের পর প্রচণ্ড বৃষ্টি ও ঝড় বইছে। এতে বন্যার কারণে আটকেপড়া লোকজনকে সরিয়ে নিতে পুরোদমে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে।

জাপানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল এনএইচকে জানায়, রোববার টাইফুনের আঘাতে তিনজনের মৃত্যু হয়েছে, একজন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। শতাধিক লোক আহত হয়েছেন। এ ছাড়া এখনো অন্তত ১৭ জন নিখোঁজ রয়েছেন।

সরকারি সতর্কবার্তায় বলা হয়েছে, ১৯৫৮ সালের পর সর্বোচ্চ শক্তিশালী সুপার টাইফুন জাপানে আঘাত হানতে যাচ্ছে। এর মধ্যে দেশটিতে নজিরবিহীন বৃষ্টিপাত শুরু হয়েছে। কয়েক ঘণ্টার ভারি বর্ষণের কারণে ভূমিধস ও ভয়াবহ বন্যার শঙ্কায় ৬০ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

ভিডিও

এছাড়াও দেখুন

শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নিয়োগ করে প্রজ্ঞাপন

দশম জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন সংসদ সদস্য শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী পদে নিয়োগের সিদ্ধান্ত দিয়েছেন ...