হোম / টপ নিউজ / এবার চট্টগ্রামের ফ্লাইওভারে জলজট
flyover

এবার চট্টগ্রামের ফ্লাইওভারে জলজট

এ কি চোখের ভুল, নাকি সত্যি-সত্যি থৈ থৈ পানি চোখের সামনে? জলজট কিংবা জলাবদ্ধতা টট্টগ্রামের রাস্তায় নতুন কিছু নয়। তাই বলে মাটি থেকে কয়েকফুট উপরের ফ্লাইওভারে জল!

সোমবার বিকেল ৫টার দিকে চট্টগ্রাম নগরের মুরাদপুর থেকে লালখান বাজার পর্যন্ত আখতরাজ্জামান ফ্লাইওভারের ওয়াসা মোড় সংলগ্ন বাওয়া স্কুল এলাকার ফ্লাইওভারে এ জলজট দেখা দেয়। এদিন বিকেল সাড়ে ৩টার পর থেকে ঘণ্টাখানেক নগরে মুষলধারে বৃষ্টি হয়। এ বৃষ্টিতে নগরের নিম্নাঞ্চলের পাশাপাশি আখতারুজ্জামান ফ্লাইওভারেও জলজট দেখা দিয়েছে।

সিএনজি অটোরিকশা চালক আলতাফ হোসেন জানান, শহরে পানি উঠতে দেখছি, কিন্তু কখনো ফ্লাইওভারে পানি উঠতে দেখিনি। আজব ফ্লাইওভার।’

সিএনজি অটোরিকশার এক যাত্রী জানান, ফ্লাইওভারের পানি নিষ্কাশনের জন্য যে পাইপ ব্যবহার করা হয়েছে, তা নিশ্চিয়ই ছোট। না হলে বৃষ্টির পানি কেন ফ্লাইওভারে জমে থাকবে। নিশ্চয়ই ফ্লাইওভার নির্মাণে ত্রুটি রয়েছে। ফ্লাইওভারে জমে থাকা পানি ওপর দিয়ে যান চলাচল করা অত্যন্ত ঝুঁকির। বিষয়টি খতিয়ে দেখা দরকার বলেও মত প্রকাশ করেন তিনি।

ফ্লাইওভারে জলজটের বিষয়ে সিডিএর নির্বাহী প্রকৌশলী মাহফুজুর রহমান জানান, ‘বিকেল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। ফ্লাইওভারে বৃষ্টির পানি নিষ্কাশণের জন্য পাইপ দেয়া রয়েছে। ধারণ ক্ষমতার বেশি বৃষ্টি হওয়ায় ফ্লাইওভারে হয়তো জলযট দেখা দিয়েছে। ফ্লাইওভারে পানি নিষ্কাশণের পাইপ পরিষ্কার করে দেয়া হচ্ছে। আশা করি অল্প সময়ের মধ্যে ফ্লাইওভারে আর জলযট থাকবে না।’

এছাড়াও দেখুন

শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নিয়োগ করে প্রজ্ঞাপন

দশম জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন সংসদ সদস্য শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী পদে নিয়োগের সিদ্ধান্ত দিয়েছেন ...