হোম / অপরাধ / গোপন অপরাধের স্বর্গরাজ্য রাজধানীর বোট্যানিক্যাল গার্ডেন (ভিডিও-২)
botanical garden

গোপন অপরাধের স্বর্গরাজ্য রাজধানীর বোট্যানিক্যাল গার্ডেন (ভিডিও-২)

মিরপুরের জাতীয় উদ্ভিদ উদ্যান বোট্যানিক্যাল গার্ডেনে দিনে দুপুরে ব্ল্যাকমেইল, ছিনতাই করে সংঘবদ্ধ চক্র। চক্রটি বেড়াতে যাওয়া স্কুল কলেজের ছেলে-মেয়ে ও অথবা প্রেমিক-প্রেমিকাদের জিম্মি করে হাতিয়ে নিচ্ছে টাকা, স্বর্নালংকার, মোবাইল ফোন। লোক লজ্জার ভয়ে কেউই থানায় অভিযোগ করেন না।

প্রিয় মানুষটির সাথে সময় কটিাতে বোট্যানিক্যাল গার্ডেনের এই নির্জন জায়গায় অনেকেই বসেন। আর এই সুযোগ কাজে লাগাচ্ছে এক শ্রেণীর বখাটে। মোইল ফোনে যুগলের ঘনিষ্টতার ভিডিও করে তারপর অসামাজিক কাজের দায় চাপিয়ে দিয়ে জিম্মী করে কেরে নেয় নগদ টাকা সহ সবকিছূই।

ভিডিও দেখুন নিচে

ভুক্তভোগীরা জানান, “ওরা টাকা দাবী করে, সাথে সিন ক্রিয়েট করবে, এটা করবে, সেটা করবে ইত্যাদি বলে হূমকি দেয়। সেই সাথে কেড়ে নেয় সবকিছু।”

উদ্যানের ভিতরে রয়েছে সাইবার অপরাধের দৌরাত্ন। তাদেরকে সেখানকার মানুষ বলে “ফুচকিবাজ”। দূর থেকে উুঁকি দিয়ে ঘনিষ্টতার চিত্র ধারণ করে ইন্টারনেটে ছড়িয়ে দেয়াই এই ফুচকিবাজদের কাজ।

বন ও পরিবেশ মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. হাসান মাহমুদ জানালেন, খুব দ্রুত উদ্যানের পরিবেশ ফিরিয়ে আনার জন্য যথাযথ ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন – “বোট্যানিক্যাল গার্ডেনে প্রচুর দর্শণার্থী যায় এবং সেখানে কতটুকু দর্শণার্থী বাসলে সেটা ধারণ করতে পারে সেটাকে নির্ধারণ করে সেভাবে সেখানে প্রবেশাধিকার দেয়া প্রয়োজন বলে আমি মনে করি।”

তবে এমন অপকর্মের বিরুদ্ধে উদ্যোগ নেয়া হয়েছে বলে দাবী করা হয়েছে বলে নিরাপত্তা কর্মীরা। এ অবস্থায় নির্জন স্থানে না বসার অনুরোধ জানিয়ে এমন উপদ্রোবে পড়লে টিকেটের গায়ে দেয়া ফোন নাম্বারে কল করে সহযোগীতা নেবারও অনুরোধ করেছে কর্তৃপক্ষ।

ভিডিও

এছাড়াও দেখুন

শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নিয়োগ করে প্রজ্ঞাপন

দশম জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন সংসদ সদস্য শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী পদে নিয়োগের সিদ্ধান্ত দিয়েছেন ...