হোম / জাতীয় / রাজধানীর গুলশানের হলি আর্টিজেন রেস্টুরেন্টে হামলাকারীদের মধ্যে শেফের ছবি?
dhaka attack

রাজধানীর গুলশানের হলি আর্টিজেন রেস্টুরেন্টে হামলাকারীদের মধ্যে শেফের ছবি?

রাজধানীর গুলশানের হলি আর্টিজেন রেস্টুরেন্টে হামলাকারীদের যে ছবি প্রকাশ করা হয়েছে তাতে একজন শেফের ছবি রয়েছে বলে ধারণা করা হচ্ছে, যিনি আদৌ হামলাকারী নন। ভুলবশত তার ছবি জঙ্গি হিসেবে ছড়িয়ে পরেছে বলে কেউ কেউ দাবী করেছেন।

তাদের দাবীর স্বপক্ষে ছবিতে কিছু সংগতি লক্ষ্য করা গেছে।

প্রথমত, নিচের প্রথম ছবিতে যাকে দেখা যাচ্ছে তার গায়ে যে পোষাক রয়েছে তা অন্যান্য হামলাকারীদের মতো নয়। তার গায়ে রয়েছে শেফের পোষাক। তবে তিনি ঐ রেস্টুরেন্টের শেফ কিনা কিংবা আদৌ শেফ কিনা তা জানা জায়নি।

dhaka attack 02

দ্বিতীয়ত, তার পরিবারের এক সদেস্যের হাতে থাকা মোবাইল ফোনের স্কীনে শেফের পোষাক পরিহিত আরও একটি ছবি দেখা যায়। এটা নিশ্চিত করেই বলা যায় যে, ফোনের স্কীনে দেখানো ছবি এবং পাশে নিহত ব্যক্তির ছবি একই জনের।

dhaka-attack-03

তৃতীয়ত, আইএস এর দাবী করা হামলাকারীদের পাঁচ জনের যে ছবি সাইট ইন্টেলিজেন্স গ্রুপ প্রকাশ করেছে সেখানে নিহত এই ব্যক্তির ছবি নেই।

dhaka attack 04

চতুর্থত, গতকাল কমান্ডো অভিযানের পর নিহত হামলাকারীদের যে ছবি প্রকাশ করা হয় তাতে একটি ছবিতে পাঁচ হামলাকারীর মৃতদেহ রেস্টুরেন্টের খোলামাঠে পড়ে থাকতে দেখা যায়। এই ছবিতে দেখা যায়, পাঁচ হামলাকারীর পোষাকের ধরন এবং জুতো একই স্টাইলের। কিন্তু এই পাঁচ জনের মৃতদেহের মধ্যেও উপরের (চিহ্নিত) ওই ব্যক্তির মৃতদেহ নেই।

dhaka attack 05

পঞ্চমত, পাঁচ জঙ্গী হামলাকারীর বয়স প্রায় কাছাকাছি হলেও ওই ব্যক্তির বয়স অপেক্ষাকৃত বেশি বলে অনুমান করা যায়।

উপরোক্ত বিষয়গুলো বিবেচনা করে অনেকেই তাই দাবী করছেন যে নিহত ঐ ব্যক্তি হামলাকারী নন। তবে প্রশ্ন থেকেই যায়, তাহলে আর দু’জন হামলাকারীর ছবি কোথায়? আশাকরা যায় আইন শৃঙ্খলা বাহিনীর তদন্তের পর শীঘ্রই এ বিষয়টি পরিষ্কার হবে।

ভিডিও

এছাড়াও দেখুন

শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নিয়োগ করে প্রজ্ঞাপন

দশম জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন সংসদ সদস্য শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী পদে নিয়োগের সিদ্ধান্ত দিয়েছেন ...